কক্সবাজারে ডাকাতের ছুরিকাঘাতে সেনা কর্মকর্তা নিহত (ভিডিও)

SHARE

য়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),কক্সবাজারের চকরিয়া প্রতিনিধি, মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর ২০২৪, ৯ আশ্বিন ১৪৩১ :

কক্সবাজারের চকরিয়া উপজেলায় অভিযানের সময় ডাকাতের ছুরিকাঘাতে সেনাবাহিনীর লেফটেন্যান্ট তানজিম ছারোয়ার নির্জন নিহত হয়েছে।

Advertisement

সোমবার (২৩ সেপ্টেম্বর) রাত ৩টার দিকে ডুলহাজরা ইউনিয়নের পূর্ব মাইজপাড়া এলাকায় ওই সেনা কর্মকর্তাকে ছুরিকাঘাত করা হয়।

টাঙ্গাইলের বাসিন্দা নির্জন পাবনা ক্যাডেট কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাস করেন। এর পর তিনি মিলিটারি একাডেমি থেকে ৮২তম দীর্ঘমেয়াদি কোর্সের সঙ্গে কমিশন লাভ করেন।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, রাত ৩টার দিকে পূর্ব মাইজপাড়া গ্রামে ডাকাতির খবর আসে। ঘণ্টাখানেকের মধ্যে চকরিয়া আর্মি ক্যাম্পের সদস্যরা সেখানে পৌঁছান।

Advertisement

অভিযানের সময় ৭-৮ সদস্যের ডাকাতদলের কয়েকজনকে তাড়া করেন লেফটেন্যান্ট নির্জন। এ সময় ডাকাতরা নির্জনের ঘাড়ে ছুরিকাঘাত করলে প্রচুর রক্তক্ষরণ শুরু হয়। তাৎক্ষণিকভাবে তাকে মালুমঘাট মেমোরিয়াল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নির্জনের মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলে জানিয়েছেন চকরিয়া থানার ওসি মনজুর কাদের ভূঁইয়া।

Advertisement

আইএসপিআর জানিয়েছে, ঘটনাস্থল থেকে একটি দেশি বন্দুকসহ তিন ডাকাতকে আটক করা হয়েছে। ডাকাত সন্দেহে আরও তিনজনকে আটক করা হয়েছে।

তানজিম ছারোয়ার নির্জন