ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),বিনোদন প্রতিনিধি, মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর ২০২৪, ৯ আশ্বিন ১৪৩১ :
চলতি বছরে দারুণ সাড়া ফেলে দিয়েছিলো পিতৃতন্ত্রের উপর ব্যঙ্গাত্মক হালকা চালের হিন্দি সিনেমা ‘লাপাতা লেডিস’। তেমন পরিচিত তারকা ছাড়াই কিরণ রাওয়ের এই সিনেমাটি বক্স অফিসের পাশাপাশি নেটফ্লিক্সেও সফল হয়। আর এই ছবিকেই ভারত থেকে অস্কারের জন্য পাঠানো হচ্ছে।
Advertisement
আমির খানের সাবেক স্ত্রী কিরণ রাওয়ের এই ছবিটিকে ২০২৫ সালের অস্কারে ভারতের অফিসিয়াল এন্ট্রি হিসেবে বেছে নেওয়া হয়েছে। ২৯টি সেরা বাছাই ছবির মধ্যে থেকে ‘লাপাতা লেডিস’ ছবিকে বেছে নেয় ভারতীয় ফিল্ম ফেডারেশন। সিনেমাটিতে মূল চরিত্রে অভিনয় করেছেন নীতাংশি গোয়েল, প্রতিভা রত্না, স্পর্শ শ্রীবাস্তব ও রবি কিষাণ।
অস্কারে ভারতের অফিসিয়াল এন্ট্রি নিতে বেশ কিছু ছবি ছিলো তালিকায়। এরমধ্যে ছিলো বলিউড হিট ‘অ্যানিম্যাল’, মালয়ালাম জাতীয় পুরস্কার বিজয়ী ‘আট্টাম’ এবং কান জয়ী ‘অল উই ইমাজিন অ্যাজ লাইট’ ছিলো। কিন্তু সবাইকে পেছনে ফেলে শেষ পর্যন্ত ভারতের হয়ে অস্কারের জন্য জায়গা করে নেয় ‘লাপাতা লেডিস’।
শেষ পর্যন্ত অসমীয়া পরিচালক জাহ্নু বড়ুয়ার নেতৃত্বাধীন ১৩ সদস্যের সিলেক্ট কমিটি সর্বসম্মতিক্রমে আমির খান ও কিরণ রাও প্রযোজিত ‘লাপাতা লেডিজ’ সিনেমাটিকে অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসে সেরা আন্তর্জাতিক চলচ্চিত্র বিভাগে জায়গা দিয়েছে। কান-এর ‘গ্রাঁ প্রিঁ’ জয় করেও সুবিধা করতে পারেনি ‘অল উই ইমাজিন অ্যাজ লাইট’।
Advertisement
তবে কিরণ তাঁর ছবি নিয়ে শুরু থেকেই নিশ্চিত ছিলেন। তিনি জানিয়েছিলেন, ফিল্ম ফেডারেশন অফ ইন্ডিয়া সেরা ছবি হিসেব বেছে নেবে তাঁর ছবিকে। গত ফেব্রুয়ারিতে সিনেমাটির প্রেস স্ক্রিনিংয়ে তিনি বলেছিলেন, আমাদের প্রথম স্বীকৃতি বক্স অফিসে দর্শকদের প্রতিক্রিয়া থেকে আসে।
বক্স অফিসে দারুণ ব্যবসা করে ‘লাপাতা লেডিস’ ওয়েব সিরিজটি। যদিও ছবির ট্রেলার প্রকাশ্যে আসার পর বাঙালিদের মনে উস্কে উঠেছিল রবি ঠাকুরের ‘নৌকাডুবি’র কাহিনী। তবে ঘোমটার আড়ালে থাকা বউ বদল ছাড়া, কিরণের এই ছবির সঙ্গে নৌকাডুবির কোনও মিলই নেই।
স্পেশাল স্ক্রিনিং হিসেবে কিরণের এই ছবিটি সুপ্রিম কোর্টেও দেখানো হয়েছিল। সামাজিক পটভূমিতে তৈরি ওয়েব সিরিজটি অস্কারের জন্য মনোনীত হতে পারে আশাবাদী ছিলেন পরিচালকও। সেই স্বপ্নই এবার সত্যি হল। নেটফ্লিক্সের আগে একের পর এক থিয়েটারেও দাপট দেখিয়েছে ফুল-দীপকের জুটি।
২০২৩ সালে বড়পর্দায় মুক্তি পায় ‘লাপাতা লেডিস’। ছবিতে অভিনয় করেছিলেন একগুচ্ছ নতুন মুখ। তাঁদের মধ্যে রয়েছেন স্পর্শ শ্রীবাস্তব, নীতাংশি গোয়েল ও প্রতিভা রত্না। এছাড়া ছবিতে বিশেষ ভূমিকা পালন করেছেন ভোজপুরী অভিনেতা রবি কিষাণ, ছায়া কদম।
Advertisement
পাঁচ কোটি টাকা ব্যয়ে ছবিটি তৈরি হলেও, আয় হয়েছে প্রায় ২৫ কোটি টাকা। প্রথমে ছবিটি বড়পর্দায় মুক্তি পেয়েছিল। সে সময় দর্শকদের প্রশংসা পায়। পরে ওটিটি প্ল্যাটফর্মে ছবিটি মুক্তি পায়। তারপর আরও বেশি জনপ্রিয়তা পায় ‘লাপাতা লেডিস’। গ্রামের বধূর সাধারণ গল্প অসাধারণ হয়ে ওঠে দর্শকদের কাছে।