বগুড়ায় স্বেচ্ছাসেবক লীগ নেতাসহ দুই জনকে কুপিয়ে হত্যা (ভিডিও)

SHARE

য়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম(টিভি),বগুড়া প্রতিনিধিসোমবার, ২৩ সেপ্টেম্বর ২০২৪, ৮ আশ্বিন ১৪৩১ :

বগুড়ায় এক স্বেচ্ছাসেবক লীগ নেতাসহ দুই জনকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। তিনি প্রাণ নিয়ে হামলাকারীদের হাত থেকে পালিয়ে গেলেও ঘটনাস্থলে পাওয়া গেছে তার ডান হাতের একটি কবজি।

Advertisement

রোববার সন্ধ্যা সাতটার দিকে জেলার শাজাহানপুর উপজেলার সাবরুল এলাকায় এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন, শাজাহানপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা সাগর তালুকদার (৩৫) ও তার সহযোগী স্বপন (৩০)। আহত ব্যক্তির নাম মুক্তার। তাকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সাগর সাবরুল বাজার এলাকার গোলাম মোস্তফা তালুকদারের ছেলে এবং স্বপন সাবরুল তালুকদার পাড়ার সাইফুল ইসলামের ছেলে। আর মুক্তার একই গ্রামের আনসার আলীর ছেলে।

Advertisement

স্থানীয়রা জানায়, সাগর  ও তার সহযোগীরা পুকুরে মাছের খাবার দিয়ে ফিরছিল। পথে ২৫ থেকে ৩০ জনের একদল দুর্বৃত্ত তাদের ওপর হামলা করে।

এলাকাবাসী জানায়, সাগরের অত্যাচারে এলাকার কোনো সাধারণ মানুষ ঠিকমতো তাদের ব্যবসা বা বাসাবাড়ি কাজ করতে পারতো না। দিতে হতো চাঁদা। সাবরুল বাজারে সাগরের ব্যবসাপ্রতিষ্ঠান মামা-ভাগনে এন্টারপ্রাইজ কার্যত সন্ত্রাসীদের আখড়া। এক দশক ধরে ওই দোকানে বসে নানা অপকর্মে জড়িয়েছেন তিনি।

বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) সুমন রঞ্জন সরকার বলেন, পূর্ব বিরোধের জের ধরে জোড়া খুনের এই ঘটনা ঘটেছে। সাগরের নামে শাজাহানপুর থানায় হত্যা, চাদাঁবাজিসহ ১৭টি মামলা আছে। ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।

Advertisement

শেষ খবর পাওয়া পর্যন্ত মৃতদেহগুলো ময়না তদন্তের জন্য শজিমেক হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছিলো।