রিট করার পর এবার ডিপজলকে অশিক্ষিত বললেন নিপুণ (ভিডিও)

SHARE

য়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি), নিপুণ লন্ডন থেকে, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ :

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির বর্তমান কমিটির দায়িত্ব পালনের উপর নিষেধাজ্ঞাসহ নির্বাচনের ফলাফল বাতিল করে নতুন নির্বাচন চেয়ে গত মঙ্গলবার (১৪ মে) হাইকোর্টে রিট করেছেন চিত্রনায়িকা তথা সমিতির সাবেক সাধারণ সম্পাদক নিপুণ আক্তার। এবার নতুন নির্বাচিত সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন ডিপজলকে বললেন অশিক্ষিত।

Advertisement

বৃহস্পতিবার গণমাধ্যমের সঙ্গে আলাপকালে ডিপজলকে উদ্দেশ্য করে নিপুণ বলেন, ‘স্যরি টু সে, আমাকে বলতে হচ্ছে- শিল্পী সমিতিতে এমন একজন সাধারণ সম্পাদক পদে এসেছেন, যার কোনো শিক্ষা নেই। এটা ২০২৪ সাল। আমরা ২০২৪ সালে দাঁড়িয়ে আছি। এটা অশিক্ষিত আর আনকালচারদের জায়গা না। এটা কাজ করে দেখিয়ে দেওয়া লোকদের জায়গা।’

অভিনেত্রী আরও বলেন, ‘শুধু কাজ করলেই হবে না। জ্ঞান থাকতে হবে, শিক্ষিত হতে হবে। আমি একজন গ্রাজুয়েট। আমার তিন প্রজন্ম গ্রাজুয়েট।’

নিপুণ দাবি করেন, ‘আমাকে আজকে এমনটা বলতে বাধ্য করা হয়েছে। আমরা তাদেরকে (মিশা-ডিপজল কমিটি) সম্মান দিয়েছিলাম। কিন্তু দেখলাম, তারা সেই সম্মান রাখেনি। সম্মান রাখার যোগ্য তারা নয়। তাদেরকে এখন আইনগতভাবেই মোকাবেলা করা হবে।’

গত ১৯ এপ্রিল এফডিসিতে অনুষ্ঠিত হয় শিল্পী সমিতির ২০২৪-২৬ মেয়াদের নির্বাচনের ভোটগ্রহণ। সেখানে সাধারণ সম্পাদক পদে ডিপজল পান ২২৫ ভোট, নিপুণ পান ২০৯ ভোট। অর্থাৎ, ডিপজলের কাছে ১৬ ভোটের ব্যবধানে হেরে যান নিপুণ।

নির্বাচনের পরপরই জয়ী প্রার্থীদের ফুলের মালা দিয়ে বরণ করে নেন নায়িকা। এমনকি সেসময় ডিপজলের প্রশংসায় মেতে ওঠেন তিনি। নিপুণ বলেন, ‘ডিপজল ভাইয়ের বিপক্ষে মাত্র ১৬ ভোটের ব্যবধানে হারবো, এমনটা কল্পনাও করিনি। আমি ভেবেছিলাম ডিপজল সাহেবের সঙ্গে আমি যখন দাঁড়াবো, খুব বেশি হলে ৫০টা ভোট পাবো।’

কিন্তু কয়েক দিন না যেতেই ভিন্ন রূপে নিপুণ। প্রায় এক মাস পর ভোটে অনিয়ম ও কারচুপির অভিযোগ ফলাফল বাতিল চেয়ে নতুন নির্বাচনের দাবিতে রিট করেছেন তিনি। কিন্তু এত দেরিতে কেন রিট করলেন নিপুণ?

Advertisement

এ প্রসঙ্গে নায়িকা বলেন, ‘রিট আরও আগেই করা উচিত ছিল। ভোট হয়শুক্রবার, ফলাফল আসে শনিবার সকালে। রবিবারই রিটটি করা দরকার ছিল। কিন্তু আমি অসুস্থ হয়ে পড়ি এবং জরুরি কাজে যুক্তরাজ্য হয়ে যুক্তরাষ্ট্রে আসার কারণে সেটি সম্ভব হয়নি। আমি আসার সময় সবকিছু প্রসেস করে রেখে এসেছিলাম। গত মঙ্গলবার আমার আইনজীবীর মাধ্যমে রিটটি করেছি।’

তাহলে সে সময় ভোটে বিজয়ী সভাপতি ও সাধারণ সম্পাদকের গলায় ফুলের মালা পরিয়ে শুভেচ্ছা জানিয়েছিলেন কেন নিপুণ?

অভিনেত্রী বলেন, ‘যেহেতু আমি ভোটের ফলাফল পর্যন্ত ছিলাম। তাছাড়া ওই সময় সেটি করা ছাড়া কোনো উপায় ছিল না। তাছাড়া মিশা-ডিপজল প্যানেলের সঙ্গে নির্বাচন কমিশন, আপিল বোর্ডের যোগসাজশে ভেতরে-ভেতরে যে এত বড় অনিয়ম চলে আসছিল, সেটি ফলাফল প্রকাশের অনেক পরে স্পষ্ট হয়েছে।’

এর আগে ২০২২-২৪ মেয়াদের নির্বাচনেও সাধারণ সম্পাদক পদে বিপক্ষ প্যানেলের প্রার্থী জায়েদ খানের কাছে হেরে গিয়েছিলেন নিপুণ। সে সময় তিনি জায়েদের বিরুদ্ধে নির্বাচনি আচরণবিধি ভঙ্গের লিখিত অভিযোগ করলে নির্বাচনি আপিল বোর্ডে জায়েদের প্রার্থিতা বাতিল হয়ে যায়। পাশাপাশি নিপুণকে সাধারণ সম্পাদক পদে জয়ী ঘোষণা করা হয়।

Advertisement

ওই ঘটনা হাইকোর্ট হয়ে উচ্চ আদালতের আপিল বিভাগ পর্যন্ত পৌঁছে যায়। শেষ পর্যন্ত আপিল বিভাগের চূড়ান্ত রায় যায় নিপুণের পক্ষে। তিনিই গত দুই বছর শিল্পী সমিতির দায়িত্ব পালন করেন। এবার বর্তমান কমিটির দায়িত্ব পালনে নিষেধাজ্ঞা চেয়ে করা রিটের জল কতদূর গড়ায়, সেটাই দেখার।