ডাক্তারের গলায় প্রেসের আইডি, মনিটর দেখে বলে দেন রোগীর সমস্যা (ভিডিও)

SHARE

য়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি) ,লালমনিরহাটের কালীগঞ্জ প্রতিনিধি , শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪, ৩০ ভাদ্র ১৪৩১ : 

ডাক্তার নুরুজ্জামান আহমেদ চেম্বারে বসে সর্বরোগের চিকিৎসা দিচ্ছেন। তার চেম্বারের সামনে বেশ কয়েকজন যুবক সর্তক অবস্থানে রয়েছেন। তাদের দাবি, তারা ডাক্তারের নিরাপত্তাজনিত কারণে বডিগার্ডের দায়িত্ব পালন করছেন। অনেক চেষ্টার পর চেম্বারের ভেতরে ঢুকতেই দেখা যায়, নুরুজ্জামান চেয়ারে বসে আছেন গলায় প্রেসের আইডি কার্ড ঝুলিয়ে।

Advertisement

 

বুধবার (১১ সেপ্টেম্বর) এমনি দৃশ্যের দেখা মেলে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার চাপারহাট বাজারে হল মার্কেটের পাশে নুরুজ্জামান আহমেদের চেম্বারে গিয়ে।

তিনি কি বিষয়ের ডাক্তার জানতে চাইলে, নুরুজ্জামান আহমেদ তার নামের শেষে বিএএমএস (ঢাকা বিশ্ববিদ্যালয়), এমপিএইচ, এডিএমইউ, সিপি বিএনএমসি ডিগ্রি উল্লেখ করেন। তিনি নিজেকে একজন ব্যাচেলর অব আয়ুর্বেদিক মেডিসিন ও সার্জেন দাবি করেন। কিন্তু এসব ডিগ্রির সনদ পত্র দেখতে চাইলে তিনি নিজেকে একজন সাংবাদিক বলেও পরিচয় দেন। অবশ্য পরে তিনি স্বীকার করেছেন তিনি আসলে সাংবাদিক নয়। তাহলে কি তার আসল পেশা?

Advertisement

অভিযোগে জানা গেছে, নুরুজ্জামান কম্পিউটারের একটি তার রোগীর হাতে ধরিয়ে দিয়ে মনিটরে দেখে বলতে পারেন রোগী কোন কোন রোগে আক্রান্ত। সঙ্গে সঙ্গে দিয়ে দেন চিকিৎসা পত্রও। সেই ওষুধও ক্রয় করতে হবে তার দোকান থেকে। রোগ নির্ণয়, চিকিৎসা পত্র ও ওষুধ বিক্রিসহ মোট তিনটি সেবা দিয়ে থাকেন কথিত ডাক্তার নুরুজ্জামান আহমেদ। তার আজব এ রোগ নির্ণয় দেখে অবাক স্বাস্থ্য বিভাগ। দীর্ঘদিনের এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে এ ঘটনায় তদন্ত কমিটিও গঠন করেছে জেলা স্বাস্থ্য বিভাগ।

নুরুজ্জামান আহমেদ লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার চাপারহাট বাজারে হল মার্কেটের পাশে চেম্বার খুলে রোগী দেখেন বেশ কিছু দিন ধরে। তিনি নিজেকে একজন ব্যাচেলর অব আযুর্বেদিক মেডিসিন ও সার্জেন দাবি করে চিকিৎসা পত্রে যেসব ডিগ্রি উল্লেখ করেছেন সেগুলোর কোনো সনদ তিনি দেখাতে পারেননি।

Advertisement