ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি) ,মো. ইব্রাহীম খলিল মোল্লা মেঘনা থেকে , বুধবার, ১১ সেপ্টেম্বর ২০২৪, ২৭ ভাদ্র ১৪৩১ :
কুমিল্লা মেঘনা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট’র সরকারি মোবাইল নম্বর হ্যাক হওয়ার অভিযোগ উঠেছে। বুধবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় সহকারী কমিশনার (ভূমি) উম্মে মুসলিমা আমাদের এই প্রতিনিধিকে বিষয়টি নিশ্চিত করেছেন। এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি সম্পর্কে সতর্কবার্তা জানিয়েছেন তিনি।
Advertisement
এ বিষয়ে উম্মে মুসলিমা বলেন, একটি প্রতারক চক্র আমার অফিসিয়াল মোবাইল নম্বর ক্লোন করে সাধারণ মানুষকে ভ্রাম্যমাণ আদালতের ভয়ভীতি দেখিয়ে টাকা চাচ্ছে। যা ইতিপূর্বে আমার নিকট একাধিক অভিযোগ এসেছে। এ ধরণের কোনো ফোন পেলে অতিসত্তর স্থানীয় আইন শৃঙ্খলা বাহিনীকে জানানোর অনুরোধ রইলো। অনুগ্রহ করে কেউ প্রতারিত হবেন না। তবে অপরধীকে সনাক্তকরণে আমাদের আইনি প্রক্রিয়া চলছে।