সাবেক আইজিপি শহীদুল–মামুন ও পুলিশ কর্মকর্তা কাফির ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন (ভিডিও)

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি) ,আইন আদালত প্রতিনিধি ,বুধবার, ০৪ সেপ্টেম্বর ২০২৪, ২০ ভাদ্র ১৪৩১ 

বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে ছাত্র-জনতার মিছিলে রাজধানীর নিউমার্কেট এলাকায় ব্যবসায়ী আব্দুল ওয়াদুদকে গুলি করে হত্যার অভিযোগে করা মামলায় গ্রেপ্তার পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) শহীদুল হকের ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেছে পুলিশ।

Advertisement

এ ছাড়া বৈষম্য বিরোধী আন্দোলনের সময় ছাত্র-জনতার মিছিলে নির্বিচার গুলিবর্ষণে রাজধানীর মোহাম্মদপুরে মুদি দোকানি আবু সায়েদ হত্যা মামলায় গ্রেপ্তার পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) আবদুল্লাহ আল মামুনেরও ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেছে পুলিশ।

আজ বুধবার সকাল ৬ টা ৪৫ মিনিটে এই দুই সাবেক আইজিপিকে আদালতে আনা হয়।

Advertisement

এ সময় মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাঁদের ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করে পুলিশ। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এ বিষয়ে শুনানি অনুষ্ঠিত হবে।

 

 

এদিকে ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সুপার নিউমারারি পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) আব্দুল্লাহিল কাফিকে হাজারীবাগ থানার অপহরণ মামলায় ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেছে পুলিশ।

Advertisement

এই পুলিশ কর্মকর্তাকেও আজ সকাল ৬ টা ৪৫ মিনিটে আদালতে আনা হয়। এ সময় মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাঁকে ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করে পুলিশ। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এ বিষয়ে শুনানি অনুষ্ঠিত হবে।