অদম্য সাহসী চার নারীর গল্প (ভিডিও)

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি) ,বিশেষ প্রতিনিধি ,রোববার, ০১ সেপ্টেম্বর ২০২৪, ১৭ ভাদ্র ১৪৩১ 

স্বপ্নের সীমাটা আকাশ ছোঁয়া। অহর্নিষ সংগ্রামে, প্রাপ্তিও মিলছে। তাই আগের চেয়ে আরও বেশি প্রত্যয়ী সদ্য লেফটেন্যান্ট কর্নেল হিসেবে পদোন্নতি পাওয়া চার নারী। জানালেন, এই বাংলাদেশই একটা সময় সেনাপ্রধান হিসেবে দেখবে, কোনো নারীকে। যোগ্যতার মাপকাঠিতেই আসবে, এ সাফল্য।

Advertisement

নারীর আটপৌঢ়ে জীবনের গল্পটা পাল্টাতে শুরু করেছে অনেক আগেই তাদের পদচারণা এখন জলে স্থলে এমনকি অন্তরীক্ষেও।

বাংলাদেশ সেনাবাহিনী ২০০০ সাল থেকে যেখানে শুরু হয়, দীর্ঘমেয়াদী কোর্সে নারী অফিসার নিয়োগ। এরইমধ্যে তারা প্রমাণ করেছেন পেশাগত দক্ষতা।

তারই অংশ হিসেবে ২৪ জানুয়ারি চার জন নারী অফিসারকে মেজর থেকে পদোন্নতি দেয়া হয়েছে লেফটেন্যান্ট কর্নেল পদে। নতুন বছরের শুরুটা তাই যেনো সবার কাছেই স্বপ্নপূরণের পথে নতুন উদ্যমের।

এ তো শুরু মাত্র সেদিন খুব বেশি দূরে নয় যেদিন নারীদের মধ্যে থেকেই কেউ না কেউ হবেন সেনাপ্রধান। রক্ষা করবেন ৫৬ হাজার বর্গমাইলের সার্বভৌমত্ব। নারীর আবেগ জুড়ে স্বপ্নের বেগটা এখন এমনই।

সবারই অভিমত, এই পথ ছিল দীর্ঘ ছিলো সংগ্রামের। তবে, এখানেই যতি চিহ্ণ আঁকতে চান না এই নারী কর্মকর্তারা। যোগ্যতা প্রমাণ করে দৃষ্টান্ত স্থাপন করতে চান কর্মস্থলে।

Advertisement

এরই মধ্যে এই চারজনের একজন নাজিয়া রায়হান লেফটেন্যান্ট কর্নেল হিসেবে তার কর্মস্থলে যোগ দিয়েছেন।