নাফ নদের রাঘব বোয়াল ও পুরস্কার ঘোষিত সন্ত্রাসী গ্রেপ্তার

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি) ,কক্সবাজার প্রতিনিধি ,রোববার, ০১ সেপ্টেম্বর ২০২৪, ১৭ ভাদ্র ১৪৩১ 

কক্সবাজারে একটি রোহিঙ্গা সন্ত্রাসী গ্রুপের প্রধানকে গ্রেপ্তার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। তাকে ধরতে ১০ লাখ পুরস্কার ঘোষণা করেছিল একটি বাহিনী। একই সঙ্গে তার ভাইকেও গ্রেপ্তার করা হয়েছে। এসময় উদ্ধার করা হয়েছে দুটি বিদেশি পিস্তল ও আট রাউন্ড গুলি।

Advertisement

শুক্রবার দিবাগত রাতে জেলার উখিয়ার পালংখালীর রোহিঙ্গা ক্যাম্প ইরানি পাহাড় থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

তারা হলেন- নবী হোসেন (৪৭) ও তার ভাই সৈয়দ হোসেন বুলু (৪৫)।

১৪ এপিবিএনের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ ইকবাল জানান, ক্যাম্প-৮/ওয়েস্ট এর মেইন-ব্লক-বি, সাব-ব্লক-আই/১৪ এলাকায় অভিযান পরিচালনা করে মায়ানমারের সন্ত্রাসী সংগঠন নবী হোসেন ও তার ভাইকে গ্রেপ্তার করা হয়।

Advertisement

এপিবিএনের এই কর্মকর্তা জানান, নবী হোসেন মায়ানমারের সন্ত্রাসী সংগঠন নবী হোসেন গ্রুপের প্রধান। তিনি মায়ানমার থেকে বাংলাদেশে ইয়াবা চোরাচালানের মূলহোতা। বাংলাদেশের উখিয়া এবং টেকনাফের এফডিএমএন ক্যাম্প এলাকায় তার নিজস্ব সশস্ত্র বাহিনী রয়েছে। যার মাধ্যমে তিনি হত্যা, অপহরণ এবং ইয়াবা চোরাচালান করে থাকেন।

২০২২ সালের ফেব্রুয়ারি মাসে বিজিবি নবী হোসেনকে ধরতে ১০ লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছিল বলেও জানান তিনি।

Advertisement

স্থানীয়দের অভিযোগ, নবী হোসেন পুরো নাফ নদ দখল করে রেখেছেন। তার বিশাল গ্রুপ নাফ নদ থেকে জেলেদের অপহরণ ও মিয়ানমার থেকে মাদক আনার কাজ করে আসছিল।