নোয়াখালীতে ত্রাণ নিয়ে ছুটলেন : বুবলী (ভিডিও)

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি) ,নোয়াখালী প্রতিনিধি ,শুক্রবার, ৩০ আগস্ট ২০২৪, ১৫ ভাদ্র ১৪৩১ 

দেশের বেশ কয়েকটি জেলা বন্যায় আক্রান্ত হয়েছে। পানিবন্দি হয়েছিল প্রায় ৫০ লাখ মানুষ। বিশেষ করে ফেনী, নোয়াখালী লক্ষ্মীপুর ও কুমিল্লার অবস্থা বেশি খারাপ। তবে আশার কথা হলো, সাধারণ মানুষ পাশে দাঁড়িয়েছে বন্যার্তদের।

Advertisement

ত্রাণ নিয়ে ছুটে গেছে দুর্গত এলাকায়। তাদের সঙ্গে যোগ দিয়েছেন তারকারাও। যেমন ত্রাণসামগ্রী নিয়ে নোয়াখালীর প্রত্যন্ত অঞ্চলে ছুটে গেছেন চিত্রনায়িকা শবনম বুবলী।

 

জানা গেছে, বৃহস্পতিবার সকালে ত্রাণভর্তি পিকআপ নিয়ে বুবলী ছুটে যান নোয়াখালীর বন্যাকবলিত প্রত্যন্ত অঞ্চলে।

এ জেলার সেনবাগ, বাংলাবাজার, চাটখিল, বেগমগঞ্জ, সোনাইমুড়ীসহ বেশ কিছু এলাকায় নৌকাযোগে ত্রাণ বিতরণ করেন তিনি।

Advertisement

বন্যার্তদের মধ্যে ত্রাণ বিতরণের সময়ে তোলা কিছু ছবি নিজের ফেসবুকে শেয়ার করেন বুবলী। তাবে ত্রাণ গ্রহণকৃত অসহায় মানুষের ছবি ব্যবহার করেননি তিনি।

সেই পোস্টে বুবলী লিখেছেন, ‘বন্যার্ত মানুষগুলোকে কাছ থেকে দেখে কষ্টগুলো আরো দ্বিগুণ অনুভব হলো।

আমার মতো করে আমি সব সময় চেষ্টা করি এই ভালোবাসার মানুষগুলোর কাছাকাছি থাকতে। কারণ এটা আমার মানসিক শান্তি।’

Advertisement

বন্যার্তদের জন্য সংগ্রহ করা তহবিল ও উপহারসামগ্রী পৌঁছে দেওয়ার আহ্বান জানিয়ে বুবলী লেখেন, ‘সত্যিকার অর্থে সবার একাত্মতা ও ভালোবাসায় বন্যায় বিপদগ্রস্ত মানুষগুলোর জন্য ঢাকায় প্রচুর উপহারসামগ্রী জমা হয়েছে, কিন্তু তাদের কাছে এসব পৌঁছানো এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। কারণ বন্যার পানিতে যোগাযোগব্যবস্থার খুব নাজুক অবস্থা গ্রামের দিকে। তাই সবাইকে অনুরোধ করব বন্যার্তদের কাছে যেন তাদের প্রাপ্য উপহারসামগ্রী পৌঁছায় সেদিকে সবাই মিলে সহযোগিতা করি।