স্ত্রীর ক্যাপ্টেনসিতে লন্ডনে গেলেন ফেরদৌস (ভিডিও)

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি) , বিনোদন প্রতিনিধি ,মঙ্গলবার, ২৭ আগস্ট ২০২৪, ১২ ভাদ্র ১৪৩১ :

বাংলাদেশ পাইলট অ্যাসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ক্যাপ্টেন তানিয়া রেজা। যিনি বোয়িং ৭৮৭ ড্রিমলাইনারের ক্যাপ্টেন। তার অন্য পরিচয় হচ্ছে তিনি বাংলাদেশের জনপ্রিয় নায়ক ফেরদৌস আহমেদের স্ত্রী। এবার স্ত্রীর ক্যাপ্টেনসিতে বাংলাদেশ বিমানে চড়েই ঢাকা থেকে সিলেট হয়ে লন্ডনে গেলেন ফেরদৌস আহমেদ।

Advertisement

গত সোমবার ফেরদৌস আহমেদ বাংলাদেশ বিমানের যে ফ্লাইটে লন্ডন পৌঁছালেন সেই বিমানের ক্যাপ্টেন ছিলেন তানিয়া রেজা। লন্ডন থেকে নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে ফেরদৌস বলেন, ‘আমার স্ত্রীকে শুরুতেই অভিনন্দন জানাই যে, বিগত ৫০ বছরের ইতিহাসে তানিয়া বাংলাদেশ পাইলট অ্যাসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট হয়েছে। স্বামী হিসেবে অবশ্যই এটা আমার গর্র্বের। আর আমার জন্য এবার লন্ডনে আসার সময়টা উপভোগ্য ছিল। কারণ যে বিমানে চড়ে আমি লন্ডনে এসেছি তার ক্যাপ্টেন ছিলেন আমার স্ত্রী। বিষয়টি আমার জন্য সত্যিই অনেক আনন্দের এবং ভালো লাগার ছিল। জানি না ক’জন মানুষের জীবনে এমন সৌভাগ্য আসে।

Advertisement

এই ভালো লাগাটা আসলে এমন যা ব্যাখ্যা করা যায় না। আল্লাহর অশেষ রহমত আমি, আমরা ঠিকঠাকভাবে লন্ডনে পৌঁছেছি। আর লন্ডনে মূলত এসেছি আমি আমার এক বন্ধুর ডেজার্ট শপ উদ্বোধন করতে। লন্ডনে সপ্তাহ খানিক থাকব। এরপর দেশে ফিরব ইনশাআল্লাহ।’

এদিকে গেল সপ্তাহে ফেরদৌস কলকাতা গিয়েছিলেন। সেখানে একটি শোতে অংশ নিয়েছেন তিনি। সেখানে গিয়ে দীর্ঘদিন পর দেখা হয় কলকাতার চিরসবুজ নায়ক প্রসেনজিতের সঙ্গে। প্রসেনজিৎ এবং ফেরদৌস আহমেদ দুজই দীর্ঘদিন পর তাদের দেখা হওয়ার মধ্যে যে ভালো লাগা ছিল তা তাদের ফেসবুক পেজে প্রকাশ করেন।

Advertisement

সম্প্রতি ফেরদৌস প্রায় শেষ করেছেন ছটকু আহমেদ পরিচালিত ‘আহারে জীবন’ সিনেমার কাজ। এতে তার বিপরীতে আছেন পূর্ণিমা। এছাড়াও ফেরদৌস এরই মধ্যে আরো শেষ করেছেন ‘মানিকের লাল কাঁকড়া’,‘ দামপাড়া’, ‘রাসেলের জন্য অপেক্ষা’, ‘ক্ষমা নেই’, ‘মাইক’ সিনেমার কাজ।