আনসারদের সাথে আন্দোলন করতে এসে ধরা খেলেন ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন (ভিডিও)

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি) , ঢাকা  প্রতিনিধি,সোমবার, ২৬ আগস্ট ২০২৪, ১১ ভাদ্র ১৪৩১ : 

কোটাবিরোধী আন্দোলনকারীদের হামলার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের শতাধিক নেতাকর্মী পদত্যাগ করার ঘোষণা দিয়েছেন। তারা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন।

Advertisement

মঙ্গলবার নেতাকর্মীদের পদত্যাগ ইস্যুতে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন।

তিনি জানিয়েছেন, তারা যাচাই–বাছাই করছেন।

এটি নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে বলেও জানান তিনি। এর বেশি কিছু বলতে চাননি ছাত্রলীগ সভাপতি।

 

এ ছাড়া বিশ্ববিদ্যালয়কেন্দ্রিক ফেসবুক গ্রুপে বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর হামলাকারীদের বর্জনের ঘোষণা দিয়েছেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বেগম রোকেয়া হল শাখা ছাত্রলীগের সাংগঠনিক পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন সাবিহা তারান্নুম তারা।

তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, ‘আমি সাবিহা তারান্নুম তারা। সমাজবিজ্ঞান বিভাগ, সেশন ২০১৯-২০। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বেগম রোকেয়া হল শাখা ছাত্রলীগের সাংগঠনিক পদ থেকে স্বেচ্ছায়-সজ্ঞানে পদত্যাগের ঘোষণা করছি।’

Advertisement

একইভাবে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে পদত্যাগের ঘোষণা দিয়েছেন কুয়েত মৈত্রী হল শাখা ছাত্রলীগের অর্থ সম্পাদক জুয়েনা আলম মুন।

সূর্য সেন হল শাখা ছাত্রলীগ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন আশিকুর রহমান জিম। তিনি হলের কার্যকরী সদস্য।

বিজয় একাত্তর হলের সহসভাপতি পদ থেকে পদত্যাগ করা শিপন মাহমুদ ফেসবুকে লিখেছেন, ‘আমি চলমান ছাত্র আন্দোলনের পক্ষে অবস্থান করছি। ন্যায়ের পক্ষে থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শোকজ খাওয়া এবং মুচলেকার মুখে পড়া ছাত্র আমি। আমি আজীবন নজরুল।

প্রতিবাদ আমার রক্তে। আমি আজন্ম প্রতিবাদী পুরুষ। আমি মো. শিপন মিয়া, সহসভাপতি, বিজয় একাত্তর হল ছাত্রলীগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। চলমান যৌক্তিক ছাত্র আন্দোলনের প্রতি পূর্ণ সমর্থন প্রদান করে, বাংলাদেশ ছাত্রলীগ, বিজয় একাত্তর হলের সহসভাপতির পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করলাম। অন্যায় আর শিপন এক লাইনে থাকে না।’

Advertisement

এ ছাড়া দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ থেকে একাধিক নেতাকর্মী পদত্যাগের ঘোষণা দিয়েছেন ফেসবুকে স্ট্যাটাস দিয়ে।

ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন। ছবি : সংগৃহীত