স্বরাষ্ট্র থেকে সরিয়ে দেওয়া হলো উপদেষ্টা সাখাওয়াত হোসেনকে (ভিডিও)

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি) , ঢাকা  প্রতিনিধি,সোমবার, ২৬ আগস্ট ২০২৪, ১১ ভাদ্র ১৪৩১ : 

অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা থেকে সরিয়ে দেওয়া হলো ব্রিগেডিয়ার জেনারেল (অবসরপ্রাপ্ত) সাখাওয়াত হোসেনকে। তাকে দেওয়া হয়েছে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের দায়িত্ব।

Advertisement

এদিকে নতুন শপথ নেওয়া  লে. জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরীকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। একই সঙ্গে তাকে দেওয়া হয়েছে কৃষি মন্ত্রণালয়ের দায়িত্ব।

শুক্রবার (১৬ আগস্ট) রাতে মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে এসব তথ্য জানা গেছে।

Advertisement

নতুন উপদেষ্টাদের মধ্যে ওয়াহিদউদ্দিন মাহমুদকে পরিকল্পনা ও শিক্ষা মন্ত্রণালয়, মুহাম্মদ ফাওজুল কবির খানকে বিদ্যুৎ, জ্বালানি মন্ত্রণালয়, সড়ক ও সেতু মন্ত্রণালয় এবং রেল মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে।

এ ছাড়া আলী ইমাম মজুমদারকে প্রধান উপদেষ্টার কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে।

এর আগে শুক্রবার বিকেলে শপথ নেন অন্তর্বর্তীকালীন সরকারের নতুন চার উপদেষ্টা।

বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাদের শপথ পাঠ করান।

Advertisement

এর আগে আওয়ামী লীগ ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে সাখাওয়াত হোসেনের একটি বক্তব্যের পরিপ্রেক্ষিতে তার পদত্যাগের দাবি ওঠে। গত সোমবার রাজধানীর পাশাপাশি দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল করে ছাত্রদলসহ শিক্ষার্থীরা।

ব্রিগেডিয়ার জেনারেল (অবসরপ্রাপ্ত) সাখাওয়াত হোসেন। ছবি : সংগৃহীত