ফিলিপাইনের নতুন প্রেসিডেন্ট রডরিগোর শপথ

SHARE

Duterte-sworn-sm20160630113707ঢাকা: ফিলিপাইনের নবনির্বাচিত প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন রডরিগো দুর্দাতে। বৃহস্পতিবার (৩০ জুন) দেশের ১৬তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন তিনি।

শপথ অনুষ্ঠানে ছিলেন বিদায়ী প্রেসিডেন্ট কোরাজন অ্যাকুইনোসহ দেশের সাবেক ও বর্তমান নেতারা। প্রেসিডেন্টের সঙ্গে ১৪তম ভাইস প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন ৫২ বছর বয়সী লেনি রবরিদোও।

গত ৯ মে অনুষ্ঠিত নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করেন দুর্দাতে। তার প্রতিদ্বন্দ্বীদের মধ্যে ছিলেন গ্রেস পো, মার রোকজাস, জেজোমার বিনে ও মিরিয়াম ডেফেন্সর সান্তিয়াগোর মতো নেতারা।

জনগণ ‘দ্য পানিশার’ নামে চেনে দুর্দাতেকে। তিনি দেশটির সাবেক প্রসিকিউটর এবং দক্ষিণাঞ্চলীয় দাভাও শহরের ২২ বছরেরও বেশি সময় ধরে মেয়র পদে দায়িত্ব পালন করেন।

নির্বাচনের ফল ঘোষণার পর থেকেই দুর্নীতির বিরুদ্ধে কঠোরভাবে এগোচ্ছেন নবনির্বাচিত ৭১ বছর বয়সী এ প্রেসিডেন্ট।

ক্ষমতায় আসার পর দেশে প্রকাশ্যে মদ পান নিষিদ্ধ করার পাশাপাশি দুর্নীতি কমাতে মাদক ব্যবসায়ীদের প্রয়োজনে সরাসরি গুলি করার কথাও বলেন তিনি।

শপথ নেওয়ার পর তিনি তার সেই অবস্থানই পুনর্ব্যক্ত করেছেন।

তিনি নির্বাচিত হওয়ার পর থেকে আইন-শৃঙ্খলা বাহিনীর অভিযানে এখন পর্যন্ত প্রায় ডজনখানেক মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন।