সালিশে জুতাপেটা, ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা (ভিডিও)

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি) , ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ প্রতিনিধি,বুধবার, ২১ আগস্ট ২০২৪, ৬ ভাদ্র ১৪৩১ :

সালিশে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার উচাখিলা ইউনিয়ন পরিষদের সংরক্ষিত নারী সদস্যকে জুতাপেটার অভিযোগে পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন খান সেলিমের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

Advertisement

রোববার (৫ ফেব্রুয়ারি) সকালে ঈশ্বরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) বন্দে আলী মিয়া মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে শনিবার রাতে মামলাটি করেন ওই নারী ইউপি সদস্য। এ মামলায় অজ্ঞাত আরও ১৫ জনকে আসামি করা হয়েছে।

Advertisement

মামলার এজাহার বরাতে জানা যায়, গত ২ ফেব্রুয়ারি ইউপি কার্যালয়ে প্রকল্পের কাজ ভাগাভাগি ও আরেক সদস্য রফিকুল ইসলামকে মোবাইলে গালাগাল করার অভিযোগ ওঠে ওই নারী ইউপি সদস্যের বিরুদ্ধে। এ নিয়ে চেয়ারম্যান সালিশ ডাকেন। এ সময় ইউপির সব সদস্য উপস্থিত ছিলেন। সালিশে ওই নারী সদস্যের বিচার চান রফিকুল। এ ঘটনায় ওই নারী সদস্যকে তিরস্কার করে ক্ষমা চাইতে বলেন চেয়ারম্যান আনোয়ার। কিন্তু ক্ষমা না চেয়ে একতরফা দোষারোপ না করতে চেয়ারম্যানকে অনুরোধ জানান ওই নারী সদস্য। এতে ক্ষিপ্ত হয়ে সবার সামনেই ওই নারীকে চুলের মুঠি ধরে জুতাপেটা করেন চেয়ারম্যান।

Advertisement

এ বিষয়ে ঈশ্বরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) বন্দে আলী মিয়া জানান, মামলা হয়েছে। তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।