অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হতে পারেন যারা

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম,(টিভি),ঢাকা  প্রতিনিধি,  বৃহস্পতিবার,  ০৮ আগস্ট ২০২৪, ২৪ শ্রাবণ ১৪৩১ : দেশের ক্রান্তিকালে অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নিতে যাচ্ছেন শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার রাতেই অনুষ্ঠিত হবে তার শপথ।

Advertisement

ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারে কতজন উপদেষ্টা হচ্ছেন তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে নির্ভরযোগ্য একটি সূত্র জানিয়েছে, নতুন অন্তর্বর্তী সরকারে নোবেলজয়ীর সঙ্গী হতে পারেন ১৬ জন।

সম্ভাব্য সেই ১৬ উপদেষ্টাদের একটি তালিকা পাওয়া গেছে, তবে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কেউ নিশ্চিত করেননি।  সম্ভাব্য তালিকায় রয়েছেন-

Advertisement

১. সালেহ উদ্দিন আহমেদ

২. ড. আসিফ নজরুল

৩. আদিলুর রহমান খান

৪. হাসান আরিফ

৫. তৌহিদ হোসেন

৬. সৈয়দা রেজওয়ানা হাসান

৭. মো. নাহিদ ইসলাম

৮. আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া

৯. ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন

১০. সুপ্রদিপ চাকমা

১১. ফরিদা আখতার

১২. বিধান রঞ্জন রায়

১৩. আ.ফ.ম খালিদ হাসান

১৪. নুরজাহান বেগম

১৫. শারমিন মুরশিদ

১৬. ফারুক–ই–আজম

সচিবালয়ের পরিবহণ পুলে মোট ২২টি প্রস্তুত রাখা হয়। এর মধ্যে একটি গাড়ি রওনা হয়েছে প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নিতে যাওয়া ড. মুহা্ম্মদ ইউনূসের বাসভবনের উদ্দেশে। বাকিগুলো রাখা হয় অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের জন্য।

Advertisement