ঢাকা: রাজধানীবাসীর দীর্ঘদিনের দাবি পূরণে ঢাকা মহানগরীর সব সেবা সংস্থাকে সমন্বিতভাবে কাজ করার কড়া নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এখন থেকে সিটি কর্পোরেশনের বোর্ড সভায় সিটি কর্পোরেশনের কাজের সঙ্গে সংশ্লিষ্ট সব সংস্থার প্রধানদের উপস্থিত থাকতে হবে। সেই বোর্ড সভায় যে সিদ্ধান্ত আসবে তা পালন করে সিটি কর্পোরেশনকে জানাতে হবে।
এমন নির্দেশনা দিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। পরিচালক (প্রশাসন) দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর স্বাক্ষরিত সেই প্রজ্ঞাপন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের জনসংযোগ বিভাগ থেকে পাঠানো হয়।
সিটি কর্পোরেশন এলাকায় কাজ করা অন্যান্য সেবা সংস্থাগুলোর মধ্যে সমন্বয় না থাকায় কোনো কাজ সঠিকভাবে হয় না। নির্বাচিত হওয়ার পর দুই মেয়র আনিসুল হক ও সাঈদ খোকন বলেছিলেন প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলে সেবা সংস্থাগুলোর মধ্যে সমন্বয় করার চেষ্টা করবেন। তাদের সেই প্রতিশ্রুতি পূরণ হতে চলেছে।