যুক্তরাজ্যের নির্বাচন: রুশনারা আলীসহ ৪ বাঙালি নারীর বাজিমাত

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম,(টিভি),আন্তর্জাতিক প্রতিনিধি,শুক্রবার, ০৫ জুলাই ২০২৪, ২১ আষাঢ় ১৪৩১ : যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়েছে লেবার পার্টি। দলটির হয়ে এবারের নির্বাচনে লড়ে এ পর্যন্ত এমপি হিসেবে নির্বাচিত হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত রুশনারা আলীসহ বাঙালি নারী। এরমধ্যে রুশনারা আলী টানা পঞ্চমবারের মতো লেবার পার্টি থেকে এমপি নির্বাচিত হয়েছেন।

Advertisement

রুশনারা ছাড়াও এমপি নির্বাচিত হওয়া অন্যরা হলেন- বঙ্গবন্ধু নাতনি টিউলিপ সিদ্দিক, রুপা আশা হক ও আফসানা বেগম। এরমধ্যে রুশনারা টাওয়ার হ্যামলেটসের বেথনাল গ্রিন অ্যান্ড স্টেপনি আসন থেকে জিতেছেন। নিকটতম স্বতন্ত্র প্রার্থী আজমল মাশরুরকে হারিয়ে ১৫ হাজার ৮৯৬ ভোট পেয়ে এমপি নির্বাচিত হয়েছেন তিনি।

এদিকে, পশ্চিম লন্ডনের ইলিং সেন্ট্রাল অ্যান্ড অ্যাকটন আসনে টানা চতুর্থবারের মতো জয় পেয়েছেন বাংলাদেশি নারী রুপা আশা হক। লেবার পার্টির মনোনয়ন পেয়ে প্রথমবারের মতো ২০১৫ সালে এমপি নির্বাচিত হন তিনি। এরপর টানা তিনবার লেবার পার্টির টিকিটে এমপি নির্বাচিত হয়েছেন।

Advertisement

অন্যদিকে, যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনে টানা চতুর্থবার এমপি নির্বাচিত হয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতনি টিউলিপ সিদ্দিক। হ্যাম্পস্টেড অ্যান্ড কিলবার্ন আসন থেকে লেবার পার্টির হয়ে লড়ে বিপুল ভোটে জয় পেয়েছেন তিনি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ও কনজারভেটিভ পার্টির ডন উইলিয়ামস পেয়েছেন মাত্র ৮ হাজার ৪৬২ ভোট। যেখানে টিউলিপ সিদ্দিক পেয়েছেন ২৩ হাজার ৪৩২ ভোট।

 

এছাড়া পূর্ব লন্ডনের পপলার অ্যান্ড লাইমহাউস আসন থেকে এবারের নির্বাচনে লেবার পার্টির টিকিটে জয়লাভ করেছেন আফসানা বেগম। যুক্তরাজ্যের নির্বাচনে প্রথমবারের মতো ২০১৯ সালে এমপি নির্বাচিত হন আফসানা বেগম। ফিলিস্তিনের গাজায় চলমান ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে ব্রিটিশ পার্লামেন্টে সোচ্চার ভূমিকা পালনের পাশাপাশি গাজায় যুদ্ধবিরতির পক্ষে ভোট দিয়ে আলোচনায় আসেন তিনি।

উল্লেখ্য, যুক্তরাজ্যে সাধারণ নির্বাচনে ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির ভরাডুবি হয়েছে। নির্বাচনের ফলাফলে দেখা গেছে ৪১০ আসনে জয় (এই রিপোর্ট লেখা পর্যন্ত) পেয়েছে লেবার পার্টি। যেখানে সরকার গঠনে প্রয়োজন ৩২৬ আসন।