ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম,(টিভি),সাংবাদিক ইব্রাহীম মেঘনা থেকে,শনিবার, ২৯ জুন ২০২৪, ১৫ আষাঢ় ১৪৩১ : কুমিল্লার মেঘনা উপজেলায় বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি উদযাপন করা হয়েছে।
Advertisement
শনিবার (২৯ জুন) বিকেলে মো. শফিকুল আলমের সভাপতিত্বে ভাওরখোলা ইউনিয়ন পরিষদের হল রুমে মেঘনা উপজেলা আওয়ামী লীগের আয়োজনে এ কর্মসূচি পালন করা হয়।
এ সময় মেঘনা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. সাইফুল্লাহ মিয়া রতন শিকদারের সঞ্চালনায় উপস্থিত ছিলেন, ১নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মো. তাজুল ইসলাম তাজ, কুমিল্লা (উ.) জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. নাসির উদ্দিন শিশির, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আব্দুস সালাম, শ্রম বিষয়ক সম্পাদক মো. জহিরুল ইসলাম।
Advertisement
অপরাপর ব্যক্তিবর্গদের মধ্যে উপস্থিত ছিলেন- মেঘনা উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল গাফফার হাউদ, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল বাকি শামীম, শফিকুল ইসলাম মৃধা, সাংগঠনিক সম্পাদক মেজবাহ উদ্দিন নয়ন, এমরান হোসেন আকাশ, মো. মিলন সরকার, মহিলা বিষয়ক সম্পাদিকা এডভোকেট রেবেকা সুলতানা, গোবিন্দপুর ইউনিয়নের চেয়ারম্যান মাইনুদ্দিন মুন্সি তপন, বড়কান্দা ইউনিয়নের চেয়ারম্যান ফারুক হোসেন রিপন, ভাওরখোলা ইউনিয়নের চেয়ারম্যান মো. সিরাজুল ইসলামসহ অন্যরা।
Advertisement
প্রধান অতিথির বক্তব্যে মেঘনা উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. শফিকুল আলম বলেন, ‘বৃক্ষ মানুষের জীবন রক্ষা করে। চলমান সময়ে তীব্র দাবদাহ কমাতে বৃক্ষের গুরুত্ব অপরিসীম। প্রাকৃতিক দূর্যোগ মোকাবিলায় বৃক্ষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রাণিজগতের অস্তিত্ব রক্ষায় বৃক্ষরোপণের বিকল্প নেই। তিনি আরো বলেন, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের নেতৃত্বদানকারী সংগঠন আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী। এটি দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ এবং প্রাচীন সংগঠন। বাংলার আপামর জনতার ভরসার জায়গায় এখন এই সংগঠনটি।