২০ বছর ধরে জলাবদ্ধতার সাথে বসবাস (ভিডিও)

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম,(টিভি),ঢাকা প্রতিনিধি,শনিবার, ২৯ জুন ২০২৪, ১৫ আষাঢ় ১৪৩১ : বৃষ্টি হলেই জলাবদ্ধতা, কাদামাটি আর কোমর সমান পানি। বাসার বাইরে গেলে লাগে আলাদা পোশাক। এই হচ্ছে বৃহত্তর মিরপুর ১১ নম্বর কাঁচাবাজারের সড়কের হাল।

এলাকাবাসীর অভিযোগ, ২০ বছরেরও বেশি সময় ধরে চলছে ভাঙাচোরা রাস্তা আর জলাবদ্ধতার ভোগান্তি। সড়কটির দুই পাশে দুই ওয়ার্ডের সীমানা, তাই সংস্কারের বিষয়ে গুরুত্ব দেন না কোনো কাউন্সিলরই।

Advertisement

মিরপুর ১১ নম্বর কাঁচাবাজারের প্রধান সড়ক আর বাজার মিলিয়ে আছে প্রায় দুই হাজার দোকান। শুকনো মৌসুমেও নোংরা পানি জমে থাকে সড়কটিতে। আর বর্ষা মৌসুম হলে তো কথাই নেই।

mirpur1

সড়কের দুই পাশে নানা ধরনের প্রায় দুইশ দোকান, কিন্তু সড়কটি সংস্কারের কোনো উদ্যোগ নেই।

স্থানীয়দের অভিযোগ, দিনের মধ্যে কেউ না কেউ গর্তে পড়েই। তাছাড়া রিকশার চাকা গর্তে পড়ে ঘটে দুর্ঘটনা।

Advertisement

এলাকাবাসীর অভিযোগ, বর্ষা মৌসুম ছাড়াও সড়কটিতে জমে থাকে ড্রেনের নোংরা পানি। তারা বলছেন বাজার করতে এলে সেই পোশাক পরে আর ঘরে ফেরা যায় না।

mirpur2

বাজারের দোকানিদের অভিযোগ, খারাপ রাস্তার কারণে ক্রেতা আসেনা। তাতে তাদের ব্যবসায়ে ক্ষতি হচ্ছে।

তাদের দাবি, সড়কের দুই পাশের দোকান ভাড়া দিয়ে খাচ্ছে একটি মহল। ভাড়া বন্ধ হয়ে যাবার শঙ্কায় সংস্কার করা হয় না সড়কটির।

Advertisement

দোকান বন্ধ হয়ে যাওয়ার ভয়ে কথা বলতে চান না দোকানিরা। তাদের ভাষ্য স্থায়ী বাজারে তাদের দোকান বরাদ্দ থাকলেও সেটি ২৮ বছরেও পাওয়া যায়নি।

mirpur4

ক্রেতাদের দাবি, বাজারে এলে সেই পোষাকে আর কোথাও যাওয়া সম্ভব না। তাই তারা সহজে এ বাজারে যেতে চান না।

ব্যবসায়ীদের দাবি, স্থায়ী বাজার নির্মাণের কাজ শেষ না হলে দুর্ভোগ কমার আশা নেই।