ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম,(টিভি),টাঙ্গাইলের কালিহাতী প্রতিনিধি,শুক্রবার, ২৮ জুন ২০২৪, ১৪ আষাঢ় ১৪৩১ : টাঙ্গাইলের কালিহাতীর সাব-রেজিস্ট্রার মো. খায়রুল বাশার ভূঁইয়া পাভেলের বিরুদ্ধে সিন্ডিকেটের মাধ্যমে ব্যাপক ঘুষ-দুর্নীতির অভিযোগ উঠেছে। ঘুষের বিনিময়ে রাতেও দলিল করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। অপরদিকে জমির শ্রেণি পরিবর্তনের নামে সরকারের রাজস্ব ফাঁকি দেয়ার অভিযোগও রয়েছে। এছাড়া ঘুষের টাকা নিয়ে দেলদুয়ারে তার সাথে দলিল লেখকদের হাতাহাতিও হয়েছে। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ ও তাকে বহিষ্কারের দাবি জানিয়েছেন সেবাগ্রহীতারা। অভিযোগ রয়েছে, ঘুষ লেনদেনের মাধ্যমে গত ১৩ মে ৫১ লাখ ২০ হাজার টাকা মূল্যে ১০ শতাংশ জমি সাব কওলা রেজিষ্ট্রি করা হয়। এরকম অনেক কাজই তিনি ঘুষ লেনদেনের মাধ্যমে করে থাকেন। কালিহাতী দলিল লেখক কল্যাণ সমিতির সভাপতি মো. নুরুল ইসলাম সরকার বলেন, মো. খায়রুল বাশার ভূঁইয়া পাভেল কালিহাতী উপজেলা সাব-রেজিস্ট্রার হিসেবে যোগদানের পর থেকে দাতাগ্রহীতাদের প্রতিটি দলিল রেজিস্ট্রিতে সরকারি উৎসে করের সমপরিমাণ অর্থ দাবি করছে। ওই পরিমাণ অর্থ না দিলে তিনি কোনো দলিল রেজিস্ট্রি করেন না। এজন্য উপজেলায় বিভিন্ন প্রকার দলিল রেজিস্ট্রির হার অর্ধেকে নেমে এসেছে। এছাড়া তিনি দলিল লেখক এবং দাতা গ্রহীতাদের সঙ্গে চরম দুর্ব্যবহার করেন। তার আচরণে ভদ্রতাণ্ডসভ্যতার লেশমাত্র নেই। তিনি প্রকাশ্যে দলিল প্রতি অর্থ দাবি করেন। অন্যথায় দলিল সম্পাদন বন্ধ রাখেন। গত মঙ্গলবার দুপুরে ঘুষ, দুর্নীতিসহ নানা অভিযোগ এনে মো. খায়রুল বাশার ভূঁইয়া পাভেলের প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে উপজেলা দলিল লেখক কল্যাণ সমিতি। এ সময় সাব- রেজিস্ট্রার মো. খায়রুল বাশার ভূঁইয়া পাভেলের পক্ষে কর্মচারী আরতি রানীর ১২ লাখ টাকা ঘুষ নেয়ার অভিযোগ করেন দলিল লেখকরা। ঘুষ লেনদেন ও দুর্নীতির বিষয়ে সাংবাদিকরা বক্তব্য নিতে গেলে সাব রেজিস্ট্রার খায়রুল বাশার ভূঁইয়া পাভেল দরজা বন্ধ করে দিতে বলেন। এর প্রতিবাদে মঙ্গলবার দুপুর থেকে বিকেল পর্যন্ত সাংবাদিকরা তার এজলাসের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন। কর্মসূচিতে কালিহাতী প্রেস ক্লাবের সাংবাদিকরা অংশ নেন।
Advertisement
সাংবাদিকরা জানান, সাব রেজিস্ট্রার অফিসের কর্মচারী আরতি রানীর বিরুদ্ধে অভিযোগের বিষয়ে তার স্বপক্ষে বক্তব্য নেয়ার জন্য গেলে সাব রেজিস্টার খাইরুল বাশার ভূইয়া পাভেল উত্তেজিত হয়ে বলেন, আপনারা এখানে প্রবেশ করেছেন কেন? মন্ত্রণালয়ের লিখিত অনুমতি নিয়ে আপনারা এখানে প্রবেশ করবেন। এছাড়া রাষ্ট্রের ক্ষতিসাধন হতে পারে বলে তিনি হুমকি দেন। এক পর্যায়ে কর্মচারীদের গেট বন্ধ করার নির্দেশ দেন। পরে তার নির্দেশ মোতাবেক কর্মচারীরা গেট বন্ধ করে দেয়। পরবর্তীতে সাংবাদিকরা অবরুদ্ধ হন। কিছুক্ষণ পরে গেট খুলে দেন। গত বুধবার দুপুরে কালিহাতীর সাব-রেজিস্ট্রার মো. খায়রুল বাশার ভূঁইয়া পাভেলকে প্রত্যাহারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করে প্রেস ক্লাবের সদস্যরা। এতে প্রেস ক্লাবের সভাপতি রঞ্জন কৃষ্ণ পন্ডিত, কালিহাতী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোল্লা মুশফিকুর মিল্টনসহ অন্যান্য সদস্যরা বক্তব্য রাখেন।
Advertisement
বক্তারা বলেন, চরম দুর্নীতিবাজ সাব-রেজিস্টার খাইরুল বাশার ভূইয়া পাভেল সিন্ডিকেট করে ঘুষ লেনদেন করেন। এছাড়া জমির শ্রেণি পরিবর্তনের নামে সরকারের রাজস্ব ফাঁকি দিচ্ছেন তিনি। ক্ষমা না চাওয়া পর্যন্ত এবং তার শাস্তি না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব। দেলদুয়ার উপজেলা দলিল লেখক কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মোশারফ হোসেন মোর্শেদ বলেন, ২০২১ সালের শেষের দেলদুয়ারে সাব-রেজিস্ট্রার পদে যোগদান করেছিলেন মো. খায়রুল ইসলাম বাশার ভূঁইয়া পাভেল। তিনি আড়াই বছর দেলদুয়ারের দায়িত্ব পালনকালে তার অনৈতিক ব্যবহার ও ঘুষ লেনদেনের অত্যাচারে সাধারণ গ্রাহক ও দলিল লেখকরা অতিষ্ট হয়েছিলো। তার সঙ্গে ঘুষের টাকা নিয়ে কয়েকজনের সাথে হাতাহাতিও হয়েছে।
Advertisement
জেলা দলিল লেখক কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক হুমায়ন রশিদ আকন্দ সোনা বলেন, ঘুষ লেনদেনের বিষয়টি নিয়ে সাব-রেজিস্ট্রার মো. খায়রুল বাশার ভূঁইয়া পাভেলকে নিয়ে দেলদুয়ার ও কালিহাতীতে একাধিক বৈঠক করা হয়েছে। আমরা তার প্রত্যাহার দাবি করছি। কালিহাতীর সাব-রেজিস্ট্রার মো. খায়রুল বাশার ভূঁইয়া পাভেলের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি। জেলা রেজিস্ট্রার মো. জহিরুল ইসলাম বলেন, আমি নতুন যোগদান করেছি। বিষয়টির বিস্তারিত আমার জানা নেই।