ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম,(টিভি),ঢাকা প্রতিনিধি,মঙ্গলবার, ২৫ জুন ২০২৪, ১১ আষাঢ় ১৪৩১ : পদ্মা সেতু উদ্বোধনের পর দুই বছরে ১ কোটি ২৭ লাখ ১৩ হাজার ২৭৫টি যানবাহন পারাপার বাবদ সেতুতে টোল আদায় হয়েছে ১৬৪৮ কোটি ৭৬ লাখ ১৮ হাজার ৩০ টাকা।
মঙ্গলবার (২৫ জুন) পদ্মা সেতু উদ্বোধনের দুই বছর পূর্ণ হলো। ২০২২ সালের ২৫ জুন দেশের দীর্ঘতম ও বহুল প্রত্যাশিত বহুমুখী এ সেতুর আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরের দিন ২৬ জুন ভোর থেকে যানবাহন চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয় সেতুটি।
Advertisement
এ পর্যন্ত পদ্মা সেতুর উভয় প্রান্ত দিয়ে মোটরসাইকেল পারাপার হয়েছে ১৫ লাখ ৫৩ হাজার ৭০৪টি। এতে টোল আদায় হয়েছে ১৫ কোটি ৫৩ লাখ ৭০ হাজার ৪০০ টাকা। প্রাইভেটকার ও জিপগাড়ি পারাপার হয়েছে ৩ লাখ ২৪ হাজার ৭ শ’ ৩৪টি। টোলের পরিমাণ ২২৫ কোটি ৯৬ লাখ ৩৩ হাজার টাকা। পিকআপ পারাপার হয়েছে ১১ লাখ ৪৯ হাজার ৫ শ’ ৮টি। টোলের পরিমাণ ১২৪ কোটি ৮৫ লাখ ৫৪ হাজার ৪ শ’ টাকা। সেতু দিয়ে মাইক্রোবাস পারাপার হয়েছে ১৩ লাখ ৩৯ হাজার ৭ শ’ ৩২টি। টোল আদায় হয়েছে ১৭০ কোটি ৯১ লাখ ৬৭ হাজার ২ শ’ টাকা।
ছোট বাস পারাপার হয়েছে ২৬ হাজার ৯ শ’ ৮টি। টোল আদায় হয়েছে ৩৫ কোটি ৪৬ লাখ ৭ হাজার ৬ শ’ টাকা। মাঝারি বাস পারাপার হয়েছে ৩১ লাখ ৩১ হাজার ৫ শ’ ৩২টি। টোল আদায় হয়েছে ৬২৬ কোটি ২৯ লাখ ৪০ হাজার টাকা। বড় বাস পারাপার হয়েছে ১৪ হাজার ৭ শ’ ৮৪টি। এতে ৩৫ কোটি ৪৬ লাখ ৪ হাজার ৮ শ’ টাকা টোল আদায় হয়েছে।
Advertisement
ছোট ট্রাক পারাপার হয়েছে ১০ লাখ ১১ হাজার ৯ শ’ ৯টি। এতে ১৬১ কোটি ৩২ লাখ ৬৪ হাজার টাকা টোল আদায় হয়েছে। মাঝারি ট্রাক পার হয়েছে ৩ লাখ ১৭ হাজার ৮ শ’টি। এতে ৮৮ কোটি ৮৫ লাখ ৮০ হাজার টাকা টোল আদায় হয়েছে। থ্রিএক্সেল ট্রাক পারাপার হয়েছে ৩৩ হাজার ৩ শ’ ১টি। টোল পাওয়া গেছে ১৬ কোটি ৪১ লাখ ১৪ হাজার ৫০০ টাকা। ফোরএক্সেল ট্রেইলার পারাপার হয়েছে ২ লাখ ৬১ হাজার ৮ শ’ ৬২টি। টোল আদায়ের পরিমাণ ২৬ কোটি ৭৫ লাখ ২২ হাজার টাকা। বড় ট্রেইলার পারাপার হয়েছে ১৪ হাজার ৪ শ’ ৪৮টি। যাতে টোল আদায় হয়েছে ৯ কোটি ৯৪ লাখ ৯২ হাজার টাকা।
Advertisement
পদ্মা সেতুতে যানবাহনের টোলের হার
মোটরসাইকেলের টোল নির্ধারণ করা হয়েছে ১০০ টাকা। কার ও জিপের টোল ৭৫০ টাকা। পিকআপের টোল নির্ধারণ করা হয়েছে ১ হাজার ২০০ টাকা। মাইক্রোবাসের টোল ১ হাজার ৩০০ টাকা। বাসের জন্য আসনের ভিত্তিতে তিন ধরনের টোল নির্ধারণ করা হয়েছে। ছোট বাসে (৩১ আসন বা এর কম) ১ হাজার ৪০০ টাকা, মাঝারি বাসে (৩২ আসন বা এর বেশি) ২ হাজার টাকা এবং বড় বাসে (৩ এক্সেল) ২ হাজার ৪০০ টাকা টোল দিতে হয়। পণ্যবাহী যানবাহনের ওজন ও এক্সেলের ভিত্তিতে ছয়টি শ্রেণী নির্ধারণ করা হয়েছে। ৫ টনের ছোট ট্রাকের টোল নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৬০০ টাকা, ৮ টন পর্যন্ত মাঝারি ট্রাকে ২ হাজার ১০০ টাকা, ১১ টন পর্যন্ত মাঝারি ট্রাকে ২ হাজার ৮০০ টাকা আর তিন এক্সেলের ট্রাকের টোল নির্ধারণ করা হয়েছে ৫ হাজার ৫০০ টাকা। চার এক্সেলের ট্রেইলারের টোল ৬ হাজার টাকা। চার এক্সেলের বেশি হলে ট্রেইলারে ৬ হাজার টাকার সঙ্গে প্রতি এক্সেলে অতিরিক্ত ১ হাজার ৫০০ টাকা টোল দিতে হচ্ছে।