প্রেমের টানে হাজার মাইল পাড়ি দিয়ে বাংলাদেশে এসেছেন বিভিন্ন দেশের নারী-পুরুষ। তারা কেউ কেউ বাংলাদেশে বিয়ে করে সংসারও পেতেছেন কিংবা নতুন জীবন সঙ্গীকে সাথে নিয়ে দেশেও ফিরে গেছেন। এবার বাংলাদেশি তরুণীর ভালোবাসায় জড়িয়ে গেলেন চীনা যুবক লি সি জাং।
Advertisement
প্রেমকে বিয়েতে পরিণত করতে বৃহস্পতিবার বিকেলে চীনের সাংহাই থেকে নাটোরের বড়বাড়িয়া গ্রামে ছুটে আসেন লি জাং। এরপর রোববার নাটোর আদালতে আইনি প্রক্রিয়া অনুসরণ করে ওই গ্রামের আবু তাহেরের মেয়ে ফাতেমাকে বিয়ে করেন তিনি। এজন্য বৌদ্ধ ধর্ম ত্যাগ করে মুসলিমও হয়েছে এই চীনা যুবক।
কীভাবে সদূর চীনা যুবকের সঙ্গে বাংলাদেশের তরুণীর পরিচয় ঘটলো? ফাতেমা খাতুন নবাব সিরাজউদ্দৌলা কলেজের ইসলামী ইতিহাস বিভাগে তৃতীয় বর্ষে পড়ালেখা করছেন। আর লি সি জাং চীনের সাংহাই এলাকার বাসিন্দা। তিনি বৌদ্ধ ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। তার নতুন নাম মোহাম্মদ আলী।
ফাতেমা আগে থেকেই চায়না ভাষা শিখতো। স্বপ্ন দেখতেন কোন বিদেশি পুরুষকে বিয়ে করার। এই কারণে এলাকা থেকে বিয়ের প্রস্তাব আসলেও রাজি হননি ফাতেমা। নিজের পছন্দ মেনেই বিয়ে করতে চেয়েছে সে। তার সেই চাওয়া বাস্তবে এনে দেয় চীন দেশের নিজস্ব যোগাযোগ মাধ্যম ‘উই চ্যাট’।
এই অ্যাপের মাধ্যমেই ফাতেমার পরিচয় হয় চীনের সাংহাইয়ের বাসিন্দা লি সি জাংয়ের সাথে। মাত্র ছয় মাস কথা বলার মাধ্যম্যেই তাদের পরিচয় রূপ নেয় প্রেমের সম্পর্কে। এক পর্যায়ে তারা বিয়ের সিদ্ধান্ত নেয়। সেই ডাকে সাড়া দিয়েই প্রেমের টানে সাংহাই থেকে নাটোরে উড়ে আসেন চীনা যুবক লি সি জাং।
ভালোবাসার মানুষকে বিয়ে করতে পেরে খুশি আলী। আর ফাতেমা তার স্বামীর সাথে চীনে চলে যেতে চান। ফাতেমা বলেন, এমন মানুষ পেয়ে আমি ভাগ্যবান। আমার জন্য দেশ-ধর্ম পরিবর্তন করেছে। জীবনের সবচেয়ে বড় পাওয়া আমার। শিগগিরই স্বামীর সঙ্গে চীন যাবো। সারাজীবন তার পাশে থাকবো।
Advertisement
তিনি অভিযোগ করেন, বিদেশি যুবককে বিয়ে করায় সামাজিক মাধ্যমে হেনস্থার শিকার হচ্ছেন তিনি। তাই তার পরামর্শ, অন্য কোন তরুণী যেন তার পথ অনুসরণ না করে। তবে ফাতেমা মনে করছেন, চীনে যাওয়ার পর তিনি তার জীবনের অনেক স্বপ্নপূরণের পথ খুঁজে পাবেন।
তবে ফাতেমা এই সময়ে পবিরারবে পাশে পাচ্ছেন। পরিবারের লোকজনের মতে, বিয়ে হলো ভাগ্য। চীনে তাদের মেয়ের যেন কোন বিপদ না হয় সেই দোয়া চেয়েছেন সবার কাছে।
অন্যদিকে, আলী ও ফাতেমার বিয়ের খবর ছড়িয়ে পড়লে তাদের দেখতে আসেন এলাকাবাসী। নবদম্পতিকে তাদের শুভেচ্ছা জানান।
Advertisement
চীনা যুবক লি সি জাং নিজেকে একজন চিকিৎসক দাবি করেছেন। প্লাস্টিক সার্জারি তার ক্ষেত্র। ফাতেমার সঙ্গে বিয়ে হওয়াতে নিজের খুশির কথা জানালেন ক্যামেরার সামনে কোন কথা বলতে রাজি হননি তিনি।
ভিনদেশি পাত্র-পাত্রীর বিয়ে এদেশে নতুন না হলেও নটোরে এই প্রথম।