ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম,(টিভি),ঢাকা প্রতিনিধি ,রোববার, ০৯ জুন ২০২৪, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩১ : রাজধানীর বারিধারায় এক পুলিশ সদস্যের এলোপাথাড়ি গুলিতে মনিরুল ইসলাম নামে ওপর এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন। এ সময় জাপান দূতাবাসের এক গাড়িচালকও গুলিবিদ্ধ হয়েছেন বলে জানা গেছে।
শনিবার (৮ জুন) রাত পৌনে ১২টার দিকে বারিধারা ডিপ্লোমেটিক জোন এলাকার ফিলিস্তিন দূতাবাসের সামনে এ ঘটনা ঘটে।
Advertisement
গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, ফিলিস্তিন দূতাবাসের উত্তর পাশে রাত পৌনে ১২টার দিকে কনস্টেবল কাউসার আহমেদের এলোপাথাড়ি গুলিতে ঘটনাস্থলেই মারা যান কনস্টেবল মনিরুল ইসলাম। এ সময় জাপান দূতাবাসের গাড়িচালক সাজ্জাদ হোসেন শাহরুখ গুলিবিদ্ধ হন। তাকে গুলশানের ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়েছে।
Advertisement
ওসি আরও বলেন, মানসিক সমস্যার কারণে আমাদের এক কনস্টেবল আরেক কনস্টেবলকে গুলি করেছে। এ ঘটনার পর কাউসার আহমেদকে নিরস্ত্র করে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে।
ঘটনাস্থলে বিপুল পরিমাণ পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে কী কারণে এমন ঘটনা ঘটেছে এ ব্যাপারে কেউ কিছু বলতে পারছেন না।
Advertisement
তবে ধারণা করা হচ্ছে, কথা কাটাকাটি থেকে এমনটা ঘটতে পারে। এ ঘটনায় অভিযুক্ত ওই পুলিশ কনস্টেবলকে আটক করা হয়েছে। খবর পেয়ে থানা পুলিশের পাশাপাশি ডিবি ও সোয়াট টিম ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে বলে জানান ওসি মাজহারুল ইসলাম।