চাঁদপুরে আঙুরের নামে বিক্রি হচ্ছে মনাক্কা (ভিডিও)

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম,(টিভি),বিশেষ প্রতিনিধি  ,শনিবার, ০৮ জুন ২০২৪, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩১ : চাঁদপুরে আঙুরের নামে মনাক্কা বিক্রি হচ্ছে বলে অভিযোগ উঠেছে। ক্রেতারা জানান, আঙুরের মতো দেখতে মনে হলেও মনাক্কার দাম তুলনামূলক কম। আর খেতে মজা আঙুরই। কিন্তু ফল ব্যবসায়ীরা আঙুরের দাম নিলেও মনাক্কা দিয়ে প্রতারণা করছেন।

Advertisement

শনিবার (৮ জুন) শহরের ওয়ারল্যাস বাজারে গেলে শাহজাহান নামের এক ক্রেতা বলেন, মনাক্কাকে আঙ্গুর ফল বলে বিক্রি করা হচ্ছে। প্রতিকেজি মনাক্কা ৩৪০-৩৬০ টাকা পর্যন্ত রাখা হচ্ছে। মানুষ না চেনার কারণেই সহজেই ব্যবসায়ীরা প্রতারণা করছেন।

তিনি অভিযোগ করে বলেন, ফলের মূল্য তালিকায় পৃথকভাবে মনাক্কার দাম উল্লেখ থাকে না। এতে কম দামের মনাক্কা বেশি দামের আঙ্গুর বলে বিক্রি করা হচ্ছে।

Advertisement

ওয়ারল্যাস বাজারের ফল বিক্রেতা আবুল কালাম বলেন, আমরা চৌধুরীঘাট বাজার থেকে মনাক্কা ফল কিনে আনি। মানুষকে কিছু বলতে হয় না। তারা সবুজ দেখে আঙুর ফল ভেবে মনাক্কা কিনে নিয়ে যায়। আমরা কি করতে পারি?

এ বিষয়ে চাঁদপুর ভোক্তা অধিকার ও সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক নূর হোসেন রুবেল বলেন, মনাক্কা আঙুরের মতো হলেও এগুলো মিষ্টি না এবং আকারেও যথেষ্ট বড়।

Advertisement

ফল সম্পর্কে সবাই সচেতন হলে প্রতারণা বন্ধ হয়ে যাবে উল্লেখ করে তিনি বলেন, যারা প্রতারণা করছেন দ্রুত অভিযান চালিয়ে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

মনাক্কা চেনার উপায় কী এমন প্রশ্নে নূর হোসেন রুবেল বলেন, মনাক্কা দেখতে গোলাকার। ভেতরে একাধিক বিচি রয়েছে।