আওয়ামী লীগকে ক্ষমতায় রাখতে সর্বশক্তি নিয়োগ করেন বেনজীর: ফখরুল (ভিডিও)

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম,(টিভি),ঢাকা প্রতিনিধি  ,বৃহস্পতিবার, ০৬ জুন ২০২৪, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩১ : আওয়ামী লীগকে ডিফেন্ড করার জন্য, ক্ষমতায় রাখার জন্য বেনজীর সর্বশক্তি নিয়োগ করেছেন বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের মঙ্গলবারের এক বক্তব্যের প্রেক্ষিতে বুধবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে ওলামা দলের আয়োজিত আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি।

Advertisement

ওবায়দুল কাদেরের বেনজীর ও আজিজকে নিয়ে দেওয়া বক্তব্য প্রসঙ্গে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘আওয়ামী লীগে ওনার নাম ছিল কি না জানি না; আওয়ামী লীগকে ডিফেন্ড করার জন্য, ক্ষমতায় রাখার জন্য বেনজীর সর্বশক্তি নিয়োগ করেছেন। নির্বাচনের সময় তিনি প্রকাশ্যে বলেছেন যে, সেই সরকারকে ভোট দেবেন যারা উন্নয়ন করছে, উন্নয়ন করতে যাচ্ছে।’

তিনি অভিযোগ করে বলেন, তার এই কথাগুলো বলার কথা না কিন্তু কথাগুলো বলেছে। যত রকম করে পারা যায় বিরোধী দলকে নির্যাতন-নিপীড়ন করেছে। বেআইনিভাবে হত্যা করেছে, জুডিশিয়াল কাস্টডিতে হত্যা করেছে, গুম-খুন করেছে এবং মিথ্যা মামলা, এই গায়েবি মামলা সেই সময় তৈরি সব।

তিনি বলেন, ‘বিরোধী রাজনৈতিক দলগুলোকে মাঠে নামতে দেওয়া হচ্ছে না। আমাদের ৬০ লাখ মানুষের বিরুদ্ধে মামলা হয়েছে। ২৮ অক্টোবরের পরে দুই-তিন দিনের মধ্যে ২৭ হাজার নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। যখনই আমরা আন্দোলন করি, জনগণকে সঙ্গে নিয়ে রাস্তায় নামি, তখনই তারা হায়েনার মতো ঝাঁপিয়ে পড়ে।’

বিএনপি মহাসচিব বলেন, বেনজীর সাহেব ছিলেন পুলিশ বাহিনী, র‌্যাবের প্রধান। সব পত্রিকায় যখন তার অপকীর্তি, চুরি-দুর্নীতি বেরিয়ে আসছে, তখন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাহেব বলছেন, সে কি আওয়ামী লীগ করে?’

সাবেক সেনাপ্রধান আজিজের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘আরেকজন সাবেক সেনাপ্রধান আজিজ। তাকে তারা (আওয়ামী লীগ) অনেককে ডিঙ্গিয়ে, তার দুই ভাই চিহ্নিত সন্ত্রাসী জেনেও সেনাবাহিনীর চিফ করেছিলো। তাদের যে কাজ, তারা সেটা করে দিয়েছিল- নির্বাচন পার করে দিয়েছিল।

Advertisement

ফখরুল বলেন, ‘প্রধানমন্ত্রী কয়দিন আগে বলেছেন সাদা চামড়ার লোকরা নাকি তাকে বলেছে যে, কোনো একটা দেশের এয়ারবেজ করতে দেওয়ার জন্য। সেখানে তাদের জঙ্গি বিমান নামবে। আর বাংলাদেশের একটি অংশ চট্টগ্রাম ও মিয়ানমারকে নিয়ে নতুন একটি খ্রিস্টান রাষ্ট্র তৈরি করার তারা চেষ্টা করছে।’

তিনি দাবি করেন, ‘প্রধানমন্ত্রীর উচিত হবে এই মুহূর্তে জনগণের কাছে এর প্রকৃত ব্যাখ্যা তুলে ধরা। কারা এটা চাইছে? কেন চাইছে? আর আপনারা কেন এতদিন পর প্রকাশ করছেন? এটা আমরা জানতে চাই। কারণ আমাদের বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের প্রশ্ন।’

মির্জা ফখরুল বলেন, সংখ্যাগরিষ্ঠ মানুষের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে সংবিধান সংশোধন করেছে আওয়ামী লীগ। ১৯৭১-৭৫ পর্যন্ত অন্যায় অত্যাচার করেছে, আইনের শাসন বিনষ্ট করেছে তারা। বিশেষ ক্ষমতা আইন জরুরি অবস্থা ঘোষণা করেও যখন নিয়ন্ত্রণ করতে পারেনি, তখন করেছে বাকশাল।

ক্ষমতাসীনরা আবারও একদলীয় বাকশাল প্রতিষ্ঠার জন্য আবার বিভিন্ন উপায়ে কাজ করছে বলে অভিযোগ করে তিনি বলেন, পনের বছর ধরে আওয়ামী লীগের প্রেতাত্মারা গণতন্ত্রের মোড়কে একদলীয় শাসন প্রতিষ্ঠা করেছে। জনগনকে নিয়ে মাঠে নামলেই তারা হায়েনার মতো ঝাঁপিয়ে পড়ে।

Advertisement

ভারতের সাম্প্রতিক নির্বাচন প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, ভারতে এখনও নির্বাচন ব্যবস্থা আছে বলে একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি মোদি। এখানেও আবার নিরপেক্ষ নির্বাচন ব্যবস্থাকে ফিরিয়ে আনতে হবে বলে উল্লেখ করেন তিনি।