ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম,(টিভি),কলিকাতা প্রতিনিধি ,মঙ্গলবার, ২৮ মে ২০২৪, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩১ : ঝিনাইদহ-৪ আসনের এমপি আনোয়ারুল আজিম আনারকে হত্যার ঘটনায় ঢাকায় গ্রেপ্তার তিন আসামি আমানুল্লাহ ওরফে শিমুল, তানভীর ভূঁইয়া ও শিলাস্তি রহমানকে ৮ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গতকাল শুক্রবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের ম্যাজিস্ট্রেট দিলরুবা আফরোজ তিথির আদালত এ আদেশ দেন। রিমান্ড
শুনানির আগে আদালতের এজলাসে আসামিদের রাখার ডকে উঠে অঝোরে কাঁদতে দেখা যায় আসামি শিলাস্তি রহমানকে। রিমান্ড শুনানির একপর্যায়ে একজন আইনজীবী ওকালতনামায় শিলাস্তি রহমানের স্বাক্ষর নিতে গেলে তিনি সেই আইনজীবীকে বলেন, আমি কেন স্বাক্ষর করব? আমি কি আসামি নাকি? আমি তো এসব বিষয়ে কিছু জানি না। তিনি বলেন, আমি কীভাবে আসামি হই, জিজ্ঞাসা করেন। আমি শুধু ওই বাসায় ছিলাম। এছাড়া কিছুই জানি না। শিলাস্তি আরও বলেন, আমাকে এখানে কেন আনা হয়েছে জানতে চাই। আমাকে বলেছে সাক্ষী দিয়ে চলে যাবা। আমি কিছু জানি না।
Advertisement
শুনানিতে মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের ওয়ারি জোনের সহকারী পুলিশ কমিশনার মাহফুজুর রহমান আদালতের কাছে আসামিদের ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। এ সময় রাষ্ট্রপক্ষের তরফে রিমান্ডের পক্ষে শুনানি করা হয়। তবে আসামিপক্ষের কোনো আইনজীবী ছিলেন না। শুনানি শেষে আদালত প্রত্যেকের আট দিন করে রিমান্ড মঞ্জুর করেন।
দুপুর সোয়া ২টার দিকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয় ৩ আসামিকে। এ সময় শিলাস্তি রহমানকে দুই নারী পুলিশ সদস্যের কাঁধে মুখ লুকিয়ে হাঁটতে দেখা যায়। পরে আদালতের ডকে তোলা হলে তিনি কাঁদতে থাকেন।
ব্যবসায়িক দ্বন্দ্বের সূত্র ধরে এমপি আনারকে হত্যার ষড়যন্ত্র করেন আখতারুজ্জামান শাহীন। ধারণা করা হচ্ছে, শিলাস্তি রহমানও এ কা-ে জড়িত। তদন্ত সংশ্লিষ্টরা বলছেন, শিলাস্তিকে হানি ট্র্যাপ হিসেবে ব্যবহার করা হতে পারে। এর আগে শিলাস্তিকে আটক করে জিজ্ঞাসাবাদ করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। ডিবি সূত্র বলছে, এমপি আনার খুনের মূল পরিকল্পনাকারী আখতারুজ্জামান শাহীনের বান্ধবী শিলাস্তি রহমান।
কলকাতার একটি সূত্র জানায়, যে ফ্ল্যাটে এমপি আনারকে খুন করা হয়েছে, ১৩ মে সেখানে দুজন পুরুষ ও একজন নারী প্রবেশ করেন। একদিন অবস্থানের পর ফ্ল্যাট থেকে বের হয়ে আসেন এক পুরুষ ও এক নারী। ধারণা করা হচ্ছে, ওই নারীই শিলাস্তি রহমান। ১৩ মে তিনি আমানুল্লাহ ও এমপি আনারের সঙ্গে ফ্ল্যাটে ঢুকে থাকতে পারেন।
Advertisement
ঢাকার ডিবি সূত্রও বলছে, তাদের ধারণা ওই নারীই শিলাস্তি রহমান। কারণ তিনি ১৫ মে বিমানে দেশে ফেরেন। তার সঙ্গে দেশে ফেরেন মূল কিলার আমানুল্লাহ নামধারী শিমুল ভূঁইয়া। ধারণা করা হচ্ছে, এমপি আনারকে কলকাতা যাওয়ার জন্য প্রলুব্ধ করতে এই তরুণীকেই ফাঁদ হিসেবে ব্যবহার করেছিলেন হত্যার মূল পরিকল্পনাকারী আখতারুজ্জামান শাহীন। কারণ হত্যার নীলনকশা করে শাহীন ১০ মে দেশে ফিরে এলেও শিলাস্তি থেকে যান কলকাতায়।