ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম,(টিভি),কুষ্টিয়ার মিরপুর প্রতিনিধি ,মঙ্গলবার, ২৮ মে ২০২৪, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩১ : বাংলাদেশ ও ভারতের গোয়েন্দারা ঝিনাইদহ-৪ আসনের এমপি আনোয়ারুল আজীম আনার হত্যায় এখনও কুলকিনারা করতে পারেনি। অভিযান পর্যন্তই সীমাবদ্ধ আছে তাদের তদন্ত। দুই সপ্তাহ পরও মরদেহ না মেলায়, রক্তের নমুনা পরীক্ষায় কিছু মিলবে কিনা তা নিয়ে রয়েছে সংশয়।
Advertisement
এদিকে কোন দিকে যাচ্ছে এমপি আনোয়ারুল আজিম আনার হত্যা রহস্য? গোয়েন্দা তৎপরতায় জট খুলছে মনে হলেও বাস্তবতা কি? এমন প্রশ্ন উঠেছে নানা মহলে। আসামিদের জিজ্ঞাসাবাদে নতুন নতুন তথ্যের দাবি করা হলেও কিছু সিসিটিভি ফুটেজ ছাড়া কিছুই দৃশ্যমান নেই।
ফরেনসিক বিশেষজ্ঞ সোহেল মাহমুদ বলছেন, সাঞ্জিভা গার্ডেনের ফ্ল্যাটে থাকা রক্তের নমুনায় ডিএনএ টেস্ট করেও কিছু মিলবে কিনা তা নিয়েও আছে শঙ্কা।
Advertisement
তাহলে মামলায় যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তাদের পরিনতি কি? এমন প্রশ্নে এই আইনজীবী জানান, মরদেহ পাওয়া না গেলে অথবা হত্যার আলামত না মিললে দোষীদের শাস্তির বিষয়টি হালকা হয়ে যেতে পারে। কেননা আদালতে প্রমাণ দিতে হয়।
যদিও দফায় দফায় অভিযানে হত্যাকাণ্ডের রহস্য খুঁজে বের করতে এখনও মরিয়া ঢাকা ও কলকাতা গোয়েন্দারা।