র‌্যাব-পুলিশে ‘হাতাহাতি’, আহত ৪ (ভিডিও)

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম,(টিভি),পরশুরাম প্রতিনিধি ,সোমবার, ২৭ মে ২০২৪, ১৩ জ্যৈষ্ঠ ১৪৩১ : পরশুরাম উপজেলা স্বাস্ব্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ইয়াছিন আলাউদ্দিন ডালিম জানান, এএসআই রেজাউল আলম ও পুলিশ কনস্টেবল নুর নবী পাটোয়ারী হাসপাতালে ভর্তি আছেন। এ বিষয়ে আর কিছু বলতে রাজি হননি তিনি।

ফেনীর পরশুরাম উপজেলার ডাকবাংলা মোড়ে র‌্যাব-পুলিশের মধ্যে হাতাহাতিতে চারজন আহত হয়েছেন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Advertisement

মঙ্গলবার রাত ৮টার দিকে এ ঘটনা ঘটেছে বলে প্রত্যক্ষদর্শীরা জানান।

আহতরা হলেন পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) রেজাউল, মো. ইব্রাহিম, কনস্টেবল নুর নবী ও মাহবুব।

পরশুরাম উপজেলা স্বাস্ব্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ইয়াছিন আলাউদ্দিন ডালিম জানান, এএসআই রেজাউল আলম ও পুলিশ কনস্টেবল নুর নবী পাটোয়ারী হাসপাতালে ভর্তি আছেন। এ বিষয়ে আর কিছু বলতে রাজি হননি তিনি।

স্থানীয়রা জানান, সুবার বাজার থেকে র‌্যাবের একটি গাড়ি ফেনীর দিকে যাচ্ছিল। গাড়িতে সাদা পোশাকে কয়েকজন র‌্যাব সদস্য ছিলেন। পথে পরশুরাম ডাকবাংলা মোড়ে সিগন্যাল দেয় পরশুরাম থানা পুলিশ। একপর্যায়ের তাদের মধ্যে বাকবিতণ্ডা হলে উভয় পক্ষের হাতাহাতি শুরু হয়। এ সময় কয়েকজন আহত হন।

Advertisement

পরশুরাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম মারমারির বিষয়টি অস্বীকার করেন। তিনি বলেন, ‘কোনো মারামারির ঘটনা ঘটেনি। ভুল বোঝাবুঝি হয়েছে। র‌্যাবের সদস্যরা থানায় আছে। আমার উভয়ের সঙ্গে কথা বলছি।’

ফেনীর র‌্যাবের কোম্পানি অধিনায়ক আব্দুল্লাহ আল জাবের ইমরান বলেন, ‘আমি বিষয়টি এখনও জানি না।’