১৪ দলের মানববন্ধন শুরু

SHARE

14dolঢাকা: ‘বিএনপি-জামায়াত জোটের অব্যাহত গুপ্তহত্যা, সন্ত্রাস, নৈরাজ্য, জঙ্গিবাদের প্রতিবাদে’ রাজধানীতে ১৪দল আয়োজিত মানববন্ধন শুরু হয়েছে।

রোববার (১৯ জুন) বিকেল ৩টায় বঙ্গবন্ধু স্টেডিয়ামের সামনে থেকে এ মানববন্ধন শুরু হয়। চলবে বিকেল ৪টা পর্যন্ত।

এছাড়াও রাজধানীর গাবতলী থেকে ধানমন্ডি রাসেল স্কয়ার, কারওয়ান বাজার, সোনারগাঁও মোড়, বাংলামোটর, শাহবাগ, মৎস্য ভবন, প্রেসক্লাব, পুরানা পল্টন, নূর হোসেন স্কয়ার, ইত্তেফাক মোড়, যাত্রাবাড়ী হয়ে ডেমরা স্পটেও এ মানববন্ধন পালিত হচ্ছে।

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের সামনের স্পটে উপস্থিত রয়েছেন, ১৪ দলের সমন্বয়ক স্বাস্থমন্ত্রী মো. নাসিম, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম, বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সভাপতি এবং বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন প্রমুখ।

এছাড়াও রাস্তার একপাশে সারিবদ্ধভাবে ১৪দল ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সারিবদ্ধভাবে উপস্থিত রয়েছে।

কর্মসূচি ঢাকা মহানগরসহ দেশের সব বিভাগীয়, জেলা-উপজেলা সদরে একযোগে বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।

রাজধানীর বিভিন্ন স্পটে কর্মসূচিতে অংশ নিয়েছেন, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ওবায়দুল কাদের, সতীশ চন্দ্র রায়, শেখ ফজলুল করিম সেলিম, নূহ-উল-আলম লেনিন, অ্যাডভোকেট সাহারা খাতুন, ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ, সুরঞ্জিত সেনগুপ্ত, আমির হোসেন আমু, আবুল মাল আবদুল মুহিত, এইচ টি ইমাম, ড. মশিউর রহমান, অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন, ড. মহীউদ্দীন খান আলমগীর, মেজর জেনারেল (অব.) কে এম শফিউল্লাহ, মেজর জেনারেল (অব.) আব্দুল হাফিজ মল্লিক পিএসসি, রাজিউদ্দিন আহমেদ রাজু, ডা. আলাউদ্দিন আহমেদ, কাজী আকরাম উদ্দিন আহমেদ, জাহাঙ্গীর কবীর নানক ও ডা. দীপু মনি।

এদিকে, কর্মসূচিকে ঘিরে যেন কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না হয় সেজন্য আইন-শৃঙ্খলা বাহিনী সতর্কাবস্থানে রয়েছেন।