ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম,(টিভি),ঢাকা প্রতিনিধি ,মঙ্গলবার, ২১ মে ২০২৪, ৭ জ্যৈষ্ঠ ১৪৩১ : প্রধানমন্ত্রী শেখ হাসিনা অটোরিকশা চলাচলের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের নির্দেশ দিয়েছেন জানিয়ে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন বলেছেন, অটোরিকশা চলাচল নিষেধাজ্ঞার বিষয়টি প্রধানমন্ত্রী জানতেন না। একই সঙ্গে অটোরিকশা চালকদের প্রশিক্ষণ ও একটি ডিজাইন করে দিতেও বলেছেন প্রধানমন্ত্রী ।
Advertisement
কুমিল্লার মেঘনা উপজেলার মানিকারচর গ্রামের রাজনীতিবিদ ও তরুন নেতা তাজুল ইসলাম তাজ উপজেলা চেয়ারম্যান নির্বাচনে আনারস মার্কায় বিপুল ভোটে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন।
মেঘনাবাসীর পক্ষ থেকে অভিনন্দন ও লাল গোলাপের শুভেচ্ছা।
আজ সোমবার (২০ মে) সচিবালয়ে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব এ তথ্য জানান। এর আগে সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়।
Advertisement
মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন বলেন, রাজধানীসহ বিভিন্ন সড়ক ও মহাসড়কে ব্যাটারিচালিত অটোরিকশা চলাচলে নিষেধাজ্ঞা আরোপের বিষয়টি প্রধানমন্ত্রী জানতেন না। জীবন-জীবিকার স্বার্থে বিষয়টি অমানবিক হবে বলেও মনে করেন প্রধানমন্ত্রী। এ কারণেই প্রধানমন্ত্রী অটোরিকশা চলাচলের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের নির্দেশ দিয়েছেন।
Advertisement
প্রধানমন্ত্রীর নির্দেশনা উল্লেখ করে সচিব বলেন, অটোরিকশা চলাচলে একটি নীতিমালা ও রেগুলেটরি বডি করে নিয়ন্ত্রণ করতে হবে। সেইসাথে চালকদের প্রশিক্ষণ ও অটোরিকশায় একটি ডিজাইন করে দিতেও বলেছেন প্রধানমন্ত্রী।
Advertisement
এরআগে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, প্রধানমন্ত্রী হাসিনা রাজধানীতে ব্যাটারিচালিত অটোরিকশা চালু রাখার নির্দেশ দিয়েছেন। বিশ্ব পরিস্থিতি ও স্বল্প আয়ের মানুষের কষ্টের কথা বিবেচনা করে প্রধানমন্ত্রী শুধু ঢাকা শহরে ব্যাটারিচালিত রিকশা চলাচলের অনুমতি দিয়েছেন।
Advertisement
আজ সোমবার রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আওয়ামী ওলামা লীগ আয়োজিত এক অনুষ্ঠান শেষে ওবায়দুল কাদের সাংবাদিকদের এসব কথা বলেন। অনুষ্ঠানে আওয়ামী লীগ ও ওলামা লীগের অন্যান্য কেন্দ্রীয় নেতাও বক্তব্য দেন।