ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম,(টিভি),নির্বাচন কমিশন প্রতিনিধি, রোববার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ : দ্বিতীয় ধাপের উপজেলা নির্বাচনে শেষ মূহূর্তের প্রচার-প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। আজ রোববার (১৯ মে) মধ্য রাতে শেষ হচ্ছে নির্বাচনের প্রচার। এই ধাপে ১৫৭টি উপজেলায় ভোট গ্রহণ করা হবে আগামী মঙ্গলবার (২১ মে)।
Advertisement
কুমিল্লার মেঘনা উপজেলার মানিকারচর গ্রামের রাজনীতিবিদ ও তরুন নেতা তাজুল ইসলাম তাজ উপজেলা চেয়ারম্যান নির্বাচনে আনারস মার্কায় বিপুল ভোটে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন।
মেঘনাবাসীর পক্ষ থেকে অভিনন্দন ও লাল গোলাপের শুভেচ্ছা।
বৃষ্টি আর বৈরি আবহাওয়া উপেক্ষা করেই প্রচারণা চালাচ্ছেন প্রার্থীরা। প্রচারণার শেষ দিন দাঁপিয়ে বেড়াচ্ছেন প্রার্থীরা। এদিকে, আচরণবিধি লঙ্ঘনসহ নানা পাল্টাপাল্টি অভিযোগের মধ্যেই ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন প্রার্থীরা। নিজের যোগ্যতা প্রমাণে দিচ্ছেন অনেক প্রতিশ্রুতি। তবে অনেকটা একতরফা এ নির্বাচনে শেষ পর্যন্ত ভোটারদের কতটা ভোটকেন্দ্রে আনা যাবে, তা নিয়ে প্রার্থীদেরও অনেকের সংশয় রয়েছে। এর আগে গত ৮ মে প্রথম ধাপের নির্বাচনে ভোট পড়েছিল ৩৬ শতাংশ।
Advertisement
ইসি সূত্র জানায়, দ্বিতীয় ধাপের নির্বাচনের সব প্রস্তুতি চূড়ান্ত। আজ থেকে ১৫৭ উপজেলায় মাঠে নামছেন একজন করে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। ভোট গ্রহণের পরের দুই দিন অর্থাৎ ২৩ মে পর্যন্ত তারা দায়িত্ব পালন করবেন।
Advertisement
ইসি সূত্র আরও জানায়, রোববার (১৯ মে) মাঠে নামবে বিজিবি, র্যাবসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ভোটের আগে পরে মোট পাঁচদিনের জন্য তারা দায়িত্ব পালন করবেন। শনিবার রাতে নির্বাচন কমিশনের (ইসি) নির্বাচন ব্যবস্থাপনা শাখার উপসচিব মো. আতিয়ার রহমান জানিয়েছেন, বিভিন্ন বাহিনীর সদস্যরা পাঁচ দিনের জন্য মাঠে নিয়োজিত থাকবে। এ নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ইতোমধ্যে পরিপত্র জারি করেছে।
Advertisement
পরিপত্র অনুযায়ী, সমতলে সাধারণ ভোটকেন্দ্রে পুলিশ, আনসার ও গ্রাম পুলিশের ১৭ জন করে এবং ঝূঁকিপূর্ণ কেন্দ্রে ১৯ জনের ফোর্স মোতায়েন থাকবে। দুর্গম ও পার্বত্য এলাকায় সাধারণ কেন্দ্রে ১৯ জন ও ঝূঁকিপূর্ণ কেন্দ্রে ২১ জনের ফোর্স মোতায়েন থাকবে। নির্বাচনি আচরণবিধি প্রতিপালনে প্রতি ইউনিয়নে থাকবে একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট। এ ছাড়া মোবাইল ও স্ট্রাইকিং ফোর্সের সঙ্গে বিশেষ করে বিজিবির প্রতিটি মোবাইল টিমের সঙ্গে একজন করে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিয়োজিত থাকবেন।
Advertisement
প্রসঙ্গত, সংসদ সদস্য ও মন্ত্রীদের আত্মীয়দের প্রার্থী না করার দলীয় নির্দেশনা থাকলেও তা অমান্য করে প্রথম ধাপে সংসদ সদস্য ও মন্ত্রীদের ১৬ জন স্বজন প্রার্থী হয়েছিলেন। দ্বিতীয় ধাপেও সংসদ সদস্য ও মন্ত্রীদের ১৪ জন স্বজন প্রার্থী আছেন।