রকেট শেল, গ্রেনেডসহ আরসা কমান্ডার গ্রেপ্তার (ভিডিও)

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম,(টিভি),কক্সবাজারের উখিয়া প্রতিনিধি, বুধবার, ১৫ মে ২০২৪, ১ জ্যৈষ্ঠ ১৪৩১ : কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পের পাশে গহিন পাহাড়ে অভিযান চালিয়ে মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র সংগঠন আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) এক কমান্ডারসহ দুই সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

Advertisement

কুমিল্লার মেঘনা উপজেলার মানিকারচর গ্রামের রাজনীতিবিদ ও তরুন নেতা তাজুল ইসলাম তাজ উপজেলা চেয়ারম্যান নির্বাচনে আনারস মার্কায় বিপুল ভোটে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন।

মেঘনাবাসীর পক্ষ থেকে অভিনন্দন ও লাল গোলাপের শুভেচ্ছা।

তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে বিদেশি অস্ত্র, হ্যান্ড গ্রেনেড ও রকেট শেলসহ বিপুল পরিমাণ গোলাবারুদ।

Advertisement

র‌্যাব-১৫ এর সহকারী পরিচালক ও অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু সালাম চৌধুরী বলেন, বুধবার ভোরে কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের কাছে লাল পাহাড়ে এ অভিযান চালানো হয়।

arsa

অভিযানের পর দুপুরে জননিরাপত্তার কারণে সেনাবাহিনীর বোম্ব ডিসপোজাল ইউনিটের একটি বিশেষ টিম ঘটনাস্থলে গিয়ে উদ্ধার করা বিস্ফোরক, গ্রেনেড, আইইডি এবং রকেট শেল ধ্বংস করে।

Advertisement

গ্রেপ্তার হওয়া দুইজন হলেন- আরসা কমান্ডার মাস্টার সলিমুল্লাহ (৩৮) এবং তার সহযোগী মো. রিয়াজ (২৭)। তারা দুজনই মিয়ানমারের রোহিঙ্গা নাগরিক।

Advertisement

সালাম চৌধুরী বলেন, সম্প্রতি ক্যাম্পে হেড মাঝিসহ কয়েকজন রোহিঙ্গাকে গুলি করে ও গলা কেটে হত্যা করা হয়। এরপর বাড়ানো হয় গোয়েন্দা তৎপরতা বাড়ানো হয়।

arsa3

এরই ধারাবাহিকতায় মঙ্গলবার দিবাগত রাত দুইটা থেকে ক্যাম্পের পাশের লাল পাহাড়ে অভিযান শুরু করে র‍্যাবের একটি দল।

এসময় সন্ত্রাসীরা গুলি ছুড়লে র‍্যাবও পাল্টা গুলি চালায় এবং পরে একটি আস্তানা থেকে দুই সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয় বলে জানান সালাম চৌধুরী।

Advertisement

বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসীদের আস্তানায় অভিযান চালিয়ে উদ্ধার করা হয় এ সময় তিনটি রাইফেল, পাঁচটি গ্রেনেড, ১০টি দেশে তৈরি হ্যান্ড গ্রেনেড, একটি বিদেশি রিভলভার, ৯টি নাইন এমএম পিস্তল, একটি এলজি, তিনটি রকেট সেল ও ১৩টি ককটেল।