ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম,(টিভি),চট্টগ্রাম প্রতিনিধি,সোমবার, ১৩ মে ২০২৪, ৩০ বৈশাখ ১৪৩১ : ৩০ কোটি টাকা ঋণ নিয়ে খেলাপি হওয়ায় উওরা ব্যাংকের মামলায় সাবেক প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলামের চার ছেলের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে চট্টগ্রামের অর্থঋণ আদালত।
Advertisement
কুমিল্লার মেঘনা উপজেলার মানিকারচর গ্রামের রাজনীতিবিদ ও তরুন নেতা তাজুল ইসলাম তাজ উপজেলা চেয়ারম্যান নির্বাচনে আনারস মার্কায় বিপুল ভোটে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন।
মেঘনাবাসীর পক্ষ থেকে অভিনন্দন ও লাল গোলাপের শুভেচ্ছা।
রোববার ব্যাংকের করা আবেদন আমলে নিয়ে চট্টগ্রামের অর্থঋণ আদালতের বিচারক মুজাহিদুর রহমান এই আদেশ দিয়েছেন।
Advertisement
আদালতের বেঞ্চ সহকারী রেজাউল করিম জানান, অভিযুক্তরা হলেন- সাবেক মন্ত্রীর ছেলে মুজিবুর রহমান, জাহিদুল ইসলাম, কামরুল ইসলাম ও ওয়াহিদুল ইসলাম।
Advertisement
তাদের মধ্যে মুজিবুর রহমান সানোয়ারা ডেইরি ফুডস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এবং বাকি তিন জন ওই প্রতিষ্ঠানের পরিচালক।
Advertisement
আদালত সূত্র জানিয়েছে, সাবেক মন্ত্রীর চার ছেলে যাতে দেশ ছেড়ে যেতে না পারেন সেই জন্য ব্যবস্থা নিতে আদালত ঢাকার বিশেষ পুলিশ সুপারকে (অভিবাসন) নির্দেশ দিয়েছেন।