ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম,(টিভি),ঢাকা প্রতিনিধি, রোববার, ১২ মে ২০২৪, ২৯ বৈশাখ ১৪৩১ : চাইল্ড এন্ড ওল্ড এজ কেয়ারের সাভার শাখায় দুশতাধিক অসহায় মানুষ আশ্রিত আছেন — একথা গ্রেফতারের আগ পর্যন্ত গণমাধ্যমে বারবার বলেছেন মিল্টন সমাদ্দার। অথচ দায়িত্ব নেয়ার পর আলহাজ শামসুল হক ফাউন্ডেশনের চেয়ারম্যান মুহাম্মদ নাসির উদ্দিন জানালেন, সাভার শাখায় ১৩৫ জনের খোঁজ পেয়েছেন তারা। এর আগে, যাদের আশ্রয় দেয়া হয়েছে, তাদের ক্ষেত্রে কোনো তথ্য-উপাত্ত সংগ্রহ করা হয়নি; তবে এখন সব তথ্য-উপাত্ত আইন অনুযায়ী সংরক্ষণ করা হচ্ছে।
Advertisement
কুমিল্লার মেঘনা উপজেলার মানিকারচর গ্রামের রাজনীতিবিদ ও তরুন নেতা তাজুল ইসলাম তাজ উপজেলা চেয়ারম্যান নির্বাচনে আনারস মার্কায় বিপুল ভোটে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন।
মেঘনাবাসীর পক্ষ থেকে অভিনন্দন ও লাল গোলাপের শুভেচ্ছা।
আলোচিত-সমালোচিত মিলটন সমাদ্দারের বেশকিছু বক্তব্য জন্ম দিয়েছে রহস্যের। একেক গণমাধ্যমকে একেক সময়ে ভিন্ন ভিন্ন রকম কথা বলেছেন তিনি।
সবশেষ রমজান মাসে তিনি জানান, দুই মাসে প্রায় এক কোটি টাকা এসেছে। অথচ একদিন আগেই অন্য এক গণমাধ্যমে তিনি জানিয়েছেন, এ অনুদানের পরিমাণ দেড় কোটি টাকা। একদিনেই অনুদানের পরিমাণ কমে গিয়েছিল ৫০ লাখ টাকা।
Advertisement
সময় সংবাদে দেয়া এক সাক্ষাৎকারে মিলটন সমাদ্দারকে চাইল্ড এন্ড ওল্ড এজ কেয়ারের সাভার শাখায় কতজন অসহায় মানুষ আশ্রিত আছেন বলে প্রশ্ন করা হয়। জবাবে তিনি বলেন, বাবা-মা আছেন ২৫৬ জন, বাচ্চা আছে ৪৫ জন, ৬টা পাগলি বোন ও তাদের ৬টা বাচ্চা আছে। এখানে আছে ২০ জনের মতো; বাকিরা সব সাভারে।
অথচ তার গ্রেফতারের পর চাইল্ড এন্ড ওল্ড এজ কেয়ারের অসহায় আশ্রিতদের দায়িত্ব নেয়া ফাউন্ডেশনের চেয়ারম্যান মুহাম্মদ নাসির উদ্দিন জানালেন ভিন্ন তথ্য।
সময় সংবাদকে তিনি বলেন, সাভারে তারা মোট ১৩৩ জনকে পেয়েছেন। এর মধ্যে ১০৫ জন বয়স্ক মা ও বাবা এবং ২৮ জন বাচ্চা।
Advertisement
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ প্রধান মো. হারুন অর রশিদ জানান, তার গ্রেফতারের পর রিমান্ডে জিজ্ঞাসাবাদে ৯০০ মরদেহ দাফনের বিষয়টিও অতিরঞ্জিত বলে স্বীকার করেন তিনি নিজেই।
বিভিন্ন সময় বার বার গণমাধ্যমে মিল্টন সমাদ্দার অভিযোগ করেছেন, অসহায় অসুস্থদের চিকিৎসা দেয়া হয় না কোনো সরকারি হাসপাতালে।
Advertisement
কিন্তু আলহাজ শামসুল হক ফাউন্ডেশনের চেয়ারম্যান বলেন, দুদিন আগে একটা বাচ্চাকে খুব খারপ অবস্থায় দেখেছি। ওই বাচ্চাকে বারডেম হাসপাতালে একজন শিশু বিশেষজ্ঞের কাছে পাঠিয়ে চিকিৎসা শেষে এখানে নিয়ে এসেছি। আরও দুজন রোগীকে পাঠাবো। একজন বারডেমে যাবে, আরেকজন যাবে ঢাকা মেডিকেলে।
মুহাম্মদ নাসির উদ্দিন আরও বললেন, অসহায় এ আশ্রিতদের আহার এবং চিকিৎসা সহায়তা দিতে দায়িত্ব নিয়েছেন তারা। সমাজ সেবা অধিদফতরের নির্দেশনা না পাওয়া পর্যন্ত চালিয়ে যাবেন এ কার্যক্রম।
মিল্টন সমাদ্দারের (ডানে-মাঝে) সাভার শাখায় ১৩৫ জনের খোঁজ পেয়েছেন আলহাজ শামসুল হক ফাউন্ডেশনের চেয়ারম্যান মুহাম্মদ নাসির উদ্দিন (বামে)। ছবি: ভিডিও থেকে নেয়া