ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম,(টিভি),বিশেষ প্রতিনিধি, শনিবার, ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১ : বিভিন্ন সরকারি দপ্তরে চাকরি দেওয়ার নামে ভুয়া নিয়োগপত্র দিয়ে প্রচুর পরিমাণ টাকা আত্মসাতের অভিযোগে চারজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (উত্তর) বিভাগ।
Advertisement
কুমিল্লার মেঘনা উপজেলার মানিকারচর গ্রামের রাজনীতিবিদ ও তরুন নেতা তাজুল ইসলাম তাজ উপজেলা চেয়ারম্যান নির্বাচনে আনারস মার্কায় বিপুল ভোটে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন।
মেঘনাবাসীর পক্ষ থেকে অভিনন্দন ও লাল গোলাপের শুভেচ্ছা।
গতকাল বুধবার রাতে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে প্রতারণায় ব্যবহৃত চারটি মুঠোফোন ও বেশ কিছু ভুয়া নিয়োগপত্র, চেক ও স্ট্যাম্প উদ্ধার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ফরিদুল ইসলাম, নাসির চৌধুরী, নাসিম মাহমুদ ও জুয়েল রানা।
Advertisement
আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর মিন্টো রোডে ডিবি কার্যালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) মোহাম্মদ হারুন অর রশীদ। তিনি বলেন, রেল মন্ত্রণালয়ে এমএলএসএস (অফিস সহায়ক) পদে চাকরি দেওয়ার কথা বলে একজনের কাছ থেকে ১২ লাখ টাকা নিয়ে নিয়োগপত্র দেয় একটি প্রতারক চক্র।
Advertisement
চাকরিতে যোগ দিতে গেলে ভুক্তভোগী জানতে পারেন নিয়োগপত্রটি ভুয়া। পরে যোগাযোগ করা হলে প্রতারকদের মুঠোফোন বন্ধ পান তিনি। প্রতারণার শিকার হয়েছেন বুঝতে পেরে ৫ মার্চ রাজধানীর চকবাজার থানায় মামলা করেন ওই ভুক্তভোগী ব্যক্তি। পরে ডিবির সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (উত্তর) বিভাগ মামলাটি তদন্ত শুরু করে।
প্রতারকদের জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে হারুন অর রশীদ বলেন, গ্রেপ্তার করা ব্যক্তিরা দু-তিন বছর ধরে চাকরিপ্রত্যাশীদের সঙ্গে প্রতারণা করে আসছেন। তাঁদের হোয়াটসঅ্যাপ ও মেসেঞ্জার পর্যালোচনা করে দেখা যায় যে রেল, খাদ্য ও ভূমি মন্ত্রণালয়, কারা অধিদপ্তর, পররাষ্ট্র মন্ত্রণালয়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বিআরটিসি, বিএডিসি, এলজিইডি, সচিবালয়, বিভিন্ন ব্যাংক, প্রাথমিক বিদ্যালয়ের পিয়ন, মেট্রোরেল, বিমানবন্দর, তিতাস গ্যাস ও ওয়াসায় আউটসোর্সিং এবং সেনাবাহিনীর বেসামরিক পদে নিয়োগ দেওয়ার কথা বলে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছেন প্রতারকেরা।