ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম,(টিভি),ঢাকা প্রতিনিধি, শনিবার, ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১ : রাজধানীর নয়াপল্টনে হোটেল মিডওয়ের পেছনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শনিবার বেলা পৌনে ৩টার দিকে এই ঘটনা ঘটে।
Advertisement
কুমিল্লার মেঘনা উপজেলার মানিকারচর গ্রামের রাজনীতিবিদ ও তরুন নেতা তাজুল ইসলাম তাজ উপজেলা চেয়ারম্যান নির্বাচনে আনারস মার্কায় বিপুল ভোটে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন।
মেঘনাবাসীর পক্ষ থেকে অভিনন্দন ও লাল গোলাপের শুভেচ্ছা।
এ ঘটনায় সানী নামে একজন পথশিশু আহত হয়েছে। আহত পথশিশুকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
Advertisement
বিষয়টি জানিয়ে পল্টন থানার ইন্সপেক্টর (তদন্ত) মো. সেন্টু মিয়া জানান, পরিত্যক্ত অবস্থায় ব্যাগের ভেতরে থাকা ককটেল বিস্ফোরণে সানি নামে ওই পথশিশু আহত হয়েছে। ঘটনাটি বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে। ঘটনাস্থলে পুলিশ অবস্থান করছে।
আহত সানি জানায়, তার বাবার নাম টিটু মিয়া। কাকরাইল এলাকায় থাকে সে। বিভিন্ন ভাঙারি জিনিসপত্র কুড়িয়ে বিক্রি করে। আজ দুপুরে ভাঙারি কুড়ানোর সময় সে একটি পরিত্যক্ত ব্যাগ পায়। সেটিতে ককটেল ছিল। হাত দিয়ে ধরে সেটি নাড়াচাড়া করার সময় বিস্ফোরণ ঘটে। এতে তার দুই হাত ও দুই পায়ে আঘাত লাগে।
এদিকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা ও নিঃশর্ত মুক্তি এবং বিভিন্ন মামলায় গ্রেপ্তার নেতাকর্মীদের মুক্তির দাবিতে যুবদলের আয়োজনে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ করছে বিএনপি।
Advertisement
সরেজমিন গিয়ে দেখা যায়, ছাত্রদল, যুবদলসহ বিভিন্ন অঙ্গসংগঠন এবং ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের ওয়ার্ড ও ইউনিটের নেতাকর্মীরা ছোট ছোট মিছিল নিয়ে সমাবেশস্থলে জড়ো হচ্ছেন। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
Advertisement
এদিকে সমাবেশ ঘিরে যে কোনো ধরনের বিশৃঙ্খলা প্রতিরোধে ও নিরাপত্তা জোরদারে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। বিএনপির কেন্দ্রীয় কার্যালয় ও আশপাশের এলাকায় বিপুল সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন রয়েছে।