৫ টাকায় নবাবী গোসল! (ভিডিও)

SHARE

মাত্র ৫ টাকায় নবাবি গোসল! তাও আবার ইট পাথরের এই নগরে! নবাব বাড়ির গোল তালাবের স্বচ্ছ জলে, নামমাত্র খরচে দিনভর দাপাদাপির সুযোগ পাচ্ছেন সাধারণ মানুষ! পুরান ঢাকার কংক্রিট জঙ্গলের মাঝখানে শীতল জলের এ জলাশয়টি হৃদয় কাড়ে যে কারোর-ই।

Advertisement

বুড়িগঙ্গার তীরে সগৌরবে দাঁড়িয়ে আছে নবাবদের বাসভবন আহসান মঞ্জিল। অদূরেই গোল তালাব। একদা ষাট বিঘা আয়তনের পুকুরটি বেদখল হতে হতে এখন মাত্র আট বিঘায় নেমে এসেছে।

Advertisement

মোগল আমলে এ এলাকার কাছাকাছি ছিলো কুমারদের বসবাস। তাদের প্রয়োজনে মাটি খননের ফলে তৈরি হয় বড়ো গর্ত। কালক্রমে সেটি একটি জলাশয়ে রূপ নেয়, যা পরে নবাববাড়ির লোকজন সংস্কার করে গোল পুকুরে পরিণত করেন।

Advertisement

ইসলামপুরে নবাবদের বংশধররা আর কেউ বেঁচে নেই, তবে টিকে আছে নবাববাড়ির পুকুরটি। স্থানীয়রা বলছেন, মাত্র ৫ টাকায় গোছলের সুযোগ প্রশান্তি এনেছে তাদের জীবনে।

সরকারি গবেষণা মতে, ১৯৮৫ সালেও পুরান ঢাকায় পুকুর ছিলো ১২০টি। নগরায়নের চাপে টিকে আছে মাত্র ২৪টি। ইঁট-পাথরের এ শহরে নবাববাড়ির পুকুরটি যেনো সাক্ষাৎ মরুদ্যান।

Advertisement

নবাববাড়ির গোল তালাব যেনো ভূমিখেকোদের কুনজর থেকে রক্ষা পায়, সেজন্য ২০০৭ সালে সুপ্রিম কোর্টের এক আদেশে মৌলভী খাজা আবদুল্লাহ ওয়েলফেয়ার ট্রাস্টকে দায়িত্ব দেওয়া হয়।