ফেসবুকে ধর্ম নিয়ে কটূক্তি, যুবক কারাগারে(ভিডিও)

SHARE

য়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম,(টিভি),শরীয়তপুরের ভেদরগঞ্জ প্রতিনিধি,সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১ : সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ইসলাম ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগে সঞ্জয় রক্ষিত (৪০) নামে এক যুবককে আটক করে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

Advertisement

রোববার (২৮ এপ্রিল) শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার সাজনপুর এলাকা থেকে তাকে আটক করা হয়। সঞ্জিত রক্ষিত উপজেলার মহিষার ইউনিয়নের মৃত হরি নারায়ণ রক্ষিতের ছেলে। তিনি সাজনপুর বাজারে স্বর্ণের দোকান পরিচালনা করেন।

Advertisement

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাত ১১টার দিকে সঞ্জিত রক্ষিত তার ফেসবুক আইডি থেকে স্টোরিতে লিখেন ‘সুন্নতে খতনা দিলে যদি হয় মুসলমান, তাহলে নারী জাতির কি হয় বিধান’।

Advertisement

ওই স্টোরির স্ক্রিনশট ফেসবুকে ছড়িয়ে পড়লে এলাকাজুড়ে তোলপাড় সৃষ্টি হয়। ধর্মপ্রাণ মুসল্লিদের মাঝে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। বিষয়টি অবগত হয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কায় সঞ্জয়কে আটক করে পুলিশ।

Advertisement

শরীয়তপুর জেলা পুলিশ সুপার মো. মাহবুবুল আলম রাইজিংবিডিকে বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘ফেসবুক স্টোরি নিয়ে ওই এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতে পারে, এমন আশঙ্কায় সঞ্জয় রক্ষিতকে ৫৪ ধারায় আটক করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’