দেড়শতাধিক যাত্রী নিয়ে ডুবোচরে স্টিমার আটকা

SHARE

5286ঘন কুয়াশার কবলে পড়ে দিক হারিয়ে বরিশালের চরকাউয়া সংলগ্ন কীর্তনখোলা নদীর ডুবোচরে যাত্রী নিয়ে আটকে আছে বিআইডব্লিউটিসির স্টিমার পিএস মাহসুদ। রোববার দুপুর পৌনে ১২টা পর্যন্ত উদ্ধার হয়নি স্টিমারটি।

এর আগে রোববার সকাল ৬টার দিকে ১৮০ জন যাত্রী নিয়ে চরে আটকে যায় স্টিমারটি। তবে যাত্রীরা সবাই অক্ষত রয়েছেন বলে জানা গেছে।

বিআইডব্লিউটিসি’র বরিশাল কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক সৈয়দ আবুল কালাম আজাদ বলেন, শনিবার রাতে ঢাকা থেকে মোরলগঞ্জের উদ্দেশ্যে যাত্রী নিয়ে রওনা দেয় স্টিমারটি। আজ সকাল ৬টার দিকে বরিশালে ঘাট দেয়ার আগে দিক হারিয়ে বরিশালের চরকাউয়া সংলগ্ন কীর্তনখোলা নদীর ডুবোচরে যাত্রী নিয়ে আটকে যায়। বরিশালে যাত্রীরা স্টিমার থেকে নৌকার মাধ্যমে ঘাটে এসে তাদের গন্তব্যে চলে গেছেন। শেষ খবর পাওয়া পর্যন্ত ২০ জন যাত্রী স্টিমারে অপেক্ষা করছেন।

তিনি আরও বলেন, জোয়ার শুরু হয়েছে। আশা করছি আর কয়েক ঘণ্টার মধ্যে স্টিমারটি গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যেতে পারবে। তবে যাত্রী বা স্টিমারের কোনো ক্ষতি হয়নি।