হাজার হাজার মন লবণ লুটের পর তিন কৃষককে অপহরণ (ভিডিও)

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম,(ভিডি),কক্সবাজার প্রতিনিধি ,সোমবার, ০৮ এপ্রিল ২০২৪, ২৫ চৈত্র ১৪৩০ :  দিনের আলোয় অস্ত্রের মুখে চাষীদের জিম্মি করে কক্সবাজারে প্রায় তিন হাজার মণ লবণ লুট করেছে সশস্ত্র ডাকাতরা। লুটপাটে বাধা দেওয়ায় অপহরণ করে নিয়ে যাওয়া হয়েছে তিন জনকে।

Advertisement

চকরিয়ার সাহারবিল চিলখালি লবণের মাঠে ঘটনাটি ঘটেছে শনিবার। অপহৃত তিন চাষী আমির হোসেন, আয়ুব আলী ও শফিউল করিম এখনো নিখোঁজ রয়েছেন।

ঘটনার সময় প্রত্যক্ষদর্শী মাঠের কয়েকজন চাষী বলেন, শনিবার বিকেলে সাহারবিলের চিংড়ি ঘেরে কাছের কাছে ২০ থেকে ২৫ জন সশস্ত্র ডাকাতরা লবণের মাঠে ঢুকে পড়ে।

Advertisement

মাঠে থাকা চাষীদের জিম্মি করে তারা ১৫ লাখ টাকার সমপরিমাণ লবণ লুট করে নিয়ে যায়। এসময় বাধা দিতে গেলে তিনজনকে অপহরণ করে নিয়ে যায় ডাকাতদল।

Advertisement

লুটপাট ও অপহরণের ঘটনায় চকরিয়া থানায় এজাহার দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মোহাম্মদ আলী। বলেন, অপরাধীদের ধরতে কাজ করছে পুলিশ।

দিনদুপুরে ডাকাতি ও অপহরণের ঘটনায় আতঙ্কে ছড়িয়ে পড়েছে চকরিয়ার লবণ চাষীদের মধ্যে।