ব্রোকারেজ হাউজ কর্মীদের জন্য কর্মশালা

SHARE

5272লেনদেন পরিচালনায় সচেতনতা বাড়ানোসহ আইন-কানুন পরিপালনের লক্ষ্যে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) যৌথ উদ্যোগে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

রাজধানীর দিলকুশায় সিএসই-এর ঢাকা অফিস সভাকক্ষে দুইদিন ব্যাপী এ কর্মশালার উদ্বোধন করেন বিএসইসির নির্বাহী পরিচালক সাইফুর রহমান। সিএসইর বর্তমান দায়িত্বপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক মো. গোলাম ফারুকও এ সময় উপস্থিত ছিলেন।

সিএসই ট্রেক হোল্ডারদের অনুমোদিত প্রতিনিধিদের জন্য ৫ ও ৬ ফেব্রুয়ারি এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালার মূল উদ্দেশ্য ছিল- ব্রোকারেজ হাউজে যারা লেনদেন পরিচালনা করে থাকেন, তাদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা। বিশেষ করে লেনদেন পরিচালনার আইন-কানুন, কর্পোরেট গভর্নেন্স, শেয়ারবাজারের রেগুলেটরি ফ্রেমওয়ার্ক, পাবলিক ইস্যু সিকিউরিটিজ, সার্ভেল্যান্স সিস্টেম, এনফোর্সমেন্ট অ্যাকশন, সেন্ট্রাল ডিপোজিটরি এবং সেটেলমেন্ট সিস্টেম, অ্যান্টি মানি লন্ডারিং, সিএসই এনজিটিএস, অনলাইন ও মোবাইল ট্রেডিং সিস্টেম ছাড়াও রিস্ক ম্যানেজমেন্ট সিস্টেম ( আরএমএস) সম্পর্কে হাতেকলমে বিস্তারিত ধারণা প্রদান করা।