চাকরির বিজ্ঞাপন দিয়ে যেভাবে টাকা হাতাতেন তারা (ভিডিও)

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),গাজীপুর প্রতিনিধি,বৃহস্পতিবার, ২১ মার্চ ২০২৪  : চাকরির প্রলোভন দেখিয়ে প্রতারণার অভিযোগে গাজীপুর থেকে চার নারীসহ সংঘবদ্ধ একটি প্রতারক চক্রের ১৪ সদস্যকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন বা র‍্যাব।

Advertisement

বুধবার রাতে নগরীর বোর্ড বাজার হারিকেন রোড এলাকার রশিদ মার্কেটে অভিযান চালিয়ে তাদের আটক করে র্যাব-১ এর একটি দল।

এ সময় চাকরি প্রত্যাশী ২৭ জন ভুক্তভোগীকে উদ্ধার করা হয়। জব্দ করা হয় ভিজিটিং কার্ড, ভর্তি ফরমের প্যাডসহ প্রতারণার কাজে ব্যবহার করা বিভিন্ন সামগ্রী।

সংঘবদ্ধ এই চক্রটি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রলোভনের বিজ্ঞাপন দিয়ে চাকরি প্রত্যাশীদের আকৃষ্ট করার পর তাদের কাছ থেকে অর্থ নিতে বলে জানিয়েছেন র‍্যাবের মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।

Advertisement

তিনি বলেন, অফিস নিয়ে এই প্রতারক চক্রটি দীর্ঘদিন ধরে ফেসবুকের মাধ্যমে লোভনীয় বেতনে বিজ্ঞাপন দিয়ে চাকরি প্রত্যাশীদের সঙ্গে প্রতারণা করছে। সামাজিক যোগাযোগমাধ্যমে চাকরির বিজ্ঞাপন দিয়ে বেকার তরুণ-তরুণীদের আকৃষ্ট করেন।

এরপর তারা চাকরি প্রত্যাশীদের টাকা আত্মসাৎ শুরু করেন। প্রতারণার শিকার বুঝতে পেরে অনেক টাকা ফেরত চাইলে তাদের ভয়ভীতি, হুমকি এমনকি মারধরও করা হতো।

Advertisement

কয়েকজন ভুক্তভোগীর অভিযোগের পেয়ে এ বিষয়ে তদন্তে নামে র‍্যাব। এরপর অভিযান চালিয়ে প্রতারকদের গ্রেপ্তার করা হয়।