এমভি আবদুল্লাহকে ছিনতাইয়ে ব্যবহৃত জাহাজে ভারতীয় নৌবাহিনীর হামলা (ভিডিও)

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),আন্তর্জাতিক প্রতিনিধি,রোববার, ১৭ মার্চ ২০২৪  : বাংলাদেশের পতাকাবাহী পণ্যবাহী জাহাজ এমভি আবদুল্লাহর নিয়ন্ত্রণ নেওয়ার সময় জলদস্যুরা যে জাহাজটিকে ব্যবহার করেছিল তার ওপর হামলা চালিয়েছে ভারতীয় নৌবাহিনী। শনিবার ভারতীয় নৌবাহিনীর একটি টুইটের বরাত দিয়ে ইন্ডিয়ান এক্সপ্রেস এ তথ্য জানিয়েছে।

Advertisement

সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ এক টুইটে শনিবার ভারতীয় নৌবাহিনীর একজন মুখপাত্র জানিয়েছেন, ১৪ ডিসেম্বর সোমালিয়ার জলদস্যুরা এমভি রুয়েন নামের সাবেক পণ্যবাহী ওই জাহাজটি ছিনতাই করে। এরপর থেকে তারা এটিকে জলদস্যুতার কাজে ব্যবহার করছে।

শুক্রবার ভারতীয় নৌবাহিনীর একটি যুদ্ধজাহাজ ছিনতাই করা ওই জাহাজটির পথরোধ করে।

Advertisement

এ সময় নৌবাহিনীর একটি হেলিকপ্টার জাহাজটি কাছাকাছি গেলে এক সোমালি জলদস্যু সেটি লক্ষ্য করে গুলি ছোড়ে। সম্ভবত তাদের ছিনতাই করা জাহাজ রুয়েনকে ব্যবহার করেছে।

ভারতীয় নৌবাহিনী ওই জলদস্যুদের আত্মসমর্পণ করতে আর জাহাজটি ও কোনো বেসামরিক তাদের হাতে আটক থাকলে তাদের ছেড়ে দিতে বলেছে। অবশ্য জলদস্যুরা এই আহ্বানে সাড়া দিয়েছে কিনা তা জানাননি ওই মুখপাত্র।

Advertisement

মোজাম্বিক থেকে ৫৫ হাজার টন কয়লা নিয়ে আরব আমিরাত যাচ্ছিল বাংলাদেশের পতাকাবাহী জাহাজ এমভি আবদুল্লাহ। মঙ্গলবার ভারত মহাসাগরে সোমালি জলদস্যুরা জাহাজটির নিয়ন্ত্রণ নিয়ে ২৩ নাবিকের সবাইকে জিম্মি করে।