রোজায় স্কুল খোলা: আপিল বিভাগ (ভিডিও)

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),আইন আদালত প্রতিনিধি,মঙ্গলবার, ১২ মার্চ ২০২৪  : রোজার মাসে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় খোলা রাখার নিয়ে সরকারের নির্দেশের বিষয়ে হাইকোর্টের আদেশ স্থগিত করেছে আপিল বিভাগ। এর ফলে রমজান মাসে স্কুল খোলা রাখতে আর কোনো বাধা থাকলো না।

Advertisement

মঙ্গলবার প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন।

রাষ্ট্র পক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল এএম আমিন উদ্দিন আর রিটের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী একেএম ফয়েজ।

গত ৮ ফেব্রুয়ারি ছুটির তালিকা ও শিক্ষাপঞ্জিকা আংশিক সংশোধন করে রমজানে ১৫ দিন মাধ্যমিক পর্যায়ের স্কুল খোলা রাখার সিদ্ধান্ত জানায় শিক্ষা মন্ত্রণালয়। আর রমজানে ১০ দিন ক্লাস চলবে প্রাথমিক বিদ্যালয়ে।

Advertisement

তবে সরকারের এই সিদ্ধান্তের বিরুদ্ধে এক শিক্ষার্থীর অভিভাবকের রিট হাইকোর্টে রিট করেন।

রিটের প্রাথমিক শুনানিতে গত রোববার বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি খিজির হায়াতের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ সরকারের আদেশ স্থগিত করেন।

Advertisement

হাইকোর্টের আদেশের বিরুদ্ধে সোমবার আপিল বিভাগে আবেদন করা হয়। ওইদিনই শুনানিতে হাইকোর্টের আদেশ বহাল রেখে আপিল বিভাগে মঙ্গলবার শুনানির জন্য দিন ঠিক করে দেন আপিল বিভাগের চেম্বার বিচারপতি এম ইনায়েতুর রহিম।