ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),ঢাকা প্রতিনিধি,বৃহস্পতিবার, ০৭ মার্চ ২০২৪ : সতেরো বছর বয়সী আরমান। কাজ শেষে বন্ধু সঙ্গে দেখা করতে যাচ্ছিল ডেমরায়। মাতুয়াইলে পৌঁছলে হঠাৎ তার রাস্তা আটকায় তিন-চার কিশোর। কেড়ে নেয় সঙ্গে থাকা মায়ের মোবাইলটা ফোন। পরে ছুরিকাঘাত করে পালিয়ে যায় তারা।
Advertisement
এমন বেশুমার অভিযোগ পেয়ে বুধবার (৬ মার্চ) ডেমরা ও এর আশপাশের এলাকায় কিশোর গ্যাং ও তাদের মদতদাতাদের বিরুদ্ধে অভিযানে নামে র্যাব-৩। আটক করা হয় দেশীয় অস্ত্রসহ ৩৪ জনকে। তাদের মধ্যে ছিল আরমানের জীবন কেড়ে নেয়ার চেষ্টা করা কিশোর গ্যাংয়ের সদস্যরাও।
Advertisement
এ নিয়ে বৃহস্পতিবার (৭ মার্চ) র্যাব-৩-এর কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন র্যাব-৩-এর অধিনায়ক লে. কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ।
Advertisement
তিনি জানান, রাহুল গ্রুপের সদস্যরাই আরমানকে আক্রমণ করে তার মোবাইল ছিনিয়ে নেয়।
আরিফ মহিউদ্দিন বলেন, ‘কিশোর গ্যাং নামের যে বিষফোড়া সমাজে তৈরি হয়েছে, তা উপড়ে ফেলার জন্য আমরা গ্যাংয়ের সদস্যদের গ্রেফতারের দিকেই বেশি মনোনিবেশ করছি। তাদের আইনের আওতায় আনছি। বেশ কিছু মদতদাতাকে শনাক্ত করেছি। তাদের গ্রেফতারেও অভিযান চলছে।’
Advertisement
যাদের গ্রেফতার করা হয়েছে তারা সত্যিই কিশোর গ্যাংয়ের সদস্য কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, গ্রেফতার ব্যক্তিদের বিষয়ে কয়েক দফা ভেরিফাই করা হয়েছে। অভিযোগ আসার পর ভেরিফাই করে সত্যতা পেলে তাদের আটক করি। এর পর জিজ্ঞাসাবাদ এবং মোবাইল ফোন ঘেঁটে শতভাগ নিশ্চিত হয়ে তাদের গ্রেফতার দেখাই।
Advertisement
মদতদাতারা রাজনৈতিক ক্ষমতাশালী হলে তাদের বিরুদ্ধে অভিযান চলবে কি না, এমন প্রশ্নের জবাবে আরিফ মহিউদ্দিন বলেন, ‘আমরা অপরাধ বিবেচনা করি, অপরাধ কে করল সেটি মুখ্য নয়। অপরাধী যে-ই হোক না কেন, আমাদের অভিযান চলবে। তিন ধরনের মদতদাতা পেয়েছি, প্রাথমিক লেয়ারের কিছু গ্রুপ লিডার পেয়েছি।’

কিশোর গ্যাং সদস্যদের ছুরিকাঘাতে আহত আরমান। ছবি: ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি)