র‌্যাবের অভিযানে কিশোর গ্যাংয়ের হোতাসহ গ্রেফতার ২৭ (ভিডিও)

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),ঢাকা প্রতিনিধি,বুধবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৪ : রাজধানীতে ত্রাস সৃষ্টিকারী কিশোর গ্যাং গ্রুপের হোতাসহ ২৭ সদস্যকে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করেছে র্যাব-৩।

রাজধানীর শাহজাহানপুর, সবুজবাগ, শ্যামপুর ও বংশাল থানাধীন এলাকায় সোমবার রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। র্যাব-৩ এর উপপরিচালক মো.আরিফুর রহমান মঙ্গলবার সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান।

গ্রেফতার ব্যক্তিরা হলেন মো. রাব্বি, হৃদয়, মুন্না, হাসান, আব্দুর রশিদ এসহাক ওরফে রকি, শুভ, সিফাত, রাকিব, তন্ময় হোসেন, মিলন, রাজন, ইয়াছিন, ইমন, আবু তাওহীদ, সিয়াম, রাকিবুল ইসলাম, জাকির হোসেন, রাকিব, নাফিস হোসেন, শুভ, রবিউল শেখ, মোশারফ, সোহেল, শুভ, বাবুল খান, নজরুল হক ও বাবুল হোসেন। এদের মধ্যে রাব্বি গ্রুপের ৫, হৃদয় গ্রুপের ৭, মুন্না গ্রুপের ৩, হাসান গ্রুপের ২ এবং রকি গ্রুপের ১০ জন রয়েছেন।

Advertisement

গ্রেফতারের সময় তাদের কাছ থেকে ৩টি চাপাতি, ২টি ক্ষুর, ১০টি চাকু, ১টি স্টিলের ব্রাস নাকল্স, ২টি সুইচ গিয়ার, ১টি চাইনিজ চাকু, ১টি এন্টিকাটার, ১টি কাঁচি, ১টি লোহার রড, ২৫টি মোবাইল ফোন, ২০টি সিমকার্ড এবং নগদ ১৪ হাজার ১০০ টাকা উদ্ধার করা হয়।

Advertisement

জিজ্ঞাসাবাদে জানা যায়, এদের প্রতিটি গ্যাং গ্র“পে ১৫-২০ সদস্য রয়েছে। রাব্বি গ্রুপটি রাব্বির নেতৃত্বে দীর্ঘদিন ধরে পরিচালিত হয়ে আসছে। নিজেদের মধ্যে কোন্দলের জেরে তারা ২-৩টি ভাগে বিভক্ত হয়। হৃদয় গ্রুপটি হুদয়ের নেতৃত্বে পরিচালিত হয়ে আসছে। তারা বংশাল ও আশপাশের এলাকায় চাঁদাবাজি, ছিনতাই, ডাকাতিসহ সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করত।

Advertisement

এই গ্রুপের সন্ত্রাসীরা পথচারীদের একা পেলে আকস্মিকভাবে ঘিরে ধরে অস্ত্রের ভয় দেখিয়ে জোরপূর্বক অর্থ ও মূল্যবান সামগ্রী ছিনিয়ে নেয়। প্রায় একই রকম অপরাধমূলক কর্মকাণ্ড চালায় অন্যরাও। এছাড়াও তারা মাদকসেবনসহ ও মাদক ব্যবসার সঙ্গেও জড়িত।

Advertisement

র্যাব জানায়, গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। তাদের মদদদাতাদেরও চিহ্নিত করা হয়েছে। তাদেরও আইনের আওতায় আনা হবে। গ্রেফতাদের মধ্যে ১২ জনের বিরুদ্ধে চুরি, ডাকাতি, মাদক, দস্যুতা, অস্ত্র, হত্যাচেষ্টাসহ একাধিক মামলা রয়েছে।