https://www.facebook.com/watch/?v=489428189910050
ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),গাজীপুরের কালিয়াকৈর প্রতিনিধি,মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৪ : গাজীপুরের কালিয়াকৈরে ঘুষ গ্রহণের অভিযোগে এক ভূমি কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে। সম্প্রতি উপজেলার শাহবাজপুর ইউনিয়ন ভূমি কার্যালয়ের উপসহকারী ভূমি কর্মকর্তা গিয়াস উদ্দিনের ঘুষ লেনদেনের একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়েছে। এ ঘটনার জের ধরে ওই কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে। পাশাপাশি কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেয়া হয়েছে।
Advertisement
স্থানীয় বাসিন্দাদের কয়েকজনের সঙ্গে কথা বলে জানা যায়, শাহবাজপুর ইউনিয়ন ভূমি কার্যালয়ে গিয়াস উদ্দিন খাজনা-খারিজ দেয়ার নামে নানাভাবে ঘুষ নিয়ে আসছেন। এ নিয়ে সাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে অভিযোগ দিলেও কোনও ব্যবস্থা নেয়া হয়নি। এর মধ্যে সোমবার (২৬ ফেব্রুয়ারি) সকালের দিকে গোপনে ধারণ করা ওই কর্মকর্তার ঘুষ লেনদেনের একটি ভিডিওচিত্র ফেসবুকে ছড়িয়ে পড়ে।
Advertisement
ভিডিওতে দেখা যায়, একটি সিগারেট ধরিয়ে লম্বা করে ধুয়া ছাড়তে ছাড়তে সামনে বসা এক ব্যক্তির কাছ থেকে কয়েকটি ৫০০ টাকার নোট হাতে নিচ্ছেন গিয়াস উদ্দিন। এ সময় গিয়াস ওই ব্যক্তিকে বলছেন, ‘একটা মিস কেস ৫ হাজারের নিচে নেয়া যায় না।’
Advertisement
Advertisement
খোঁজ নিয়ে জানা যায়, খাসজমি ঘুষের বিনিময়ে ব্যক্তি মালিকের নামে নামজারি করে দেয়ার অভিযোগের পরিপ্রেক্ষিতে গিয়াস উদ্দিনের বিরুদ্ধে মামলা হলে তাকে সাত মাসের জন্য ওএসডি করা হয়। পরে দেন দরবার করে আবার চাকরিতে ফেরেন। পরবর্তী সময়ে তাকে কালিয়াকৈর উপজেলার শাহাবাজপুর ভূমি কার্যালয়ে বদলি হয়ে আসেন। কালিয়াকৈরে এসে আরও বেপরোয়া হয়ে ওঠেন।
Advertisement
অভিযোগের বিষয়ে গিয়াস উদ্দিনের মুঠোফোনে কল করা হলে তিনি ধরেননি।