ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),মাদারীপুরের রাজৈর প্রতিনিধি,বুধবার, ২১ ফেব্রুয়ারি ২০২৪ : আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শহীদ মিনারে আগে ফুল দেয়াকে কেন্দ্র করে মাদারীপুরের রাজৈরে উপজেলা ছাত্রলীগের দুপক্ষে হাতাহাতি হয়েছে। এ ঘটনার একটি ভিডিও এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে জেলাজুড়ে নানা আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।
Advertisement
মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) রাত ১২টা ৫ মিনিটে উপজেলা চত্বরের কেন্দ্রীয় শহীদ মিনারে এ ঘটনা ঘটে।
Advertisement
প্রত্যক্ষদর্শীরা জানান, মাদারীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি শাহাবুদ্দিন আহমেদ মোল্লার অনুসারী রাজৈর উপজেলার ছাত্রলীগের সভাপতি জাহিদ হাসান মুকিম তার দলীয় নেতাকর্মীদের নিয়ে শহীদ মিনারের বেদিতে ফুল দিতে যান। একই সময় মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য শাজাহান খানের অনুসারী রাজৈর পৌর ছাত্রলীগের সভাপতি রবিউল মোল্লা ও তার কর্মী-সমর্থকদের নিয়ে ফুল দিতে শহীদ মিনারের বেদিতে ওঠেন।
Advertisement
Advertisement
শাজাহান খান এমপির অনুসারী মাদারীপুরের রাজৈর পৌর ছাত্রলীগের সভাপতি রবিউল মোল্লা বলেন, ‘আমরা আগে শহীদ মিনারে ফুল দিতে গেলে জাহিদ হাসান মুকিম ও তার লোকজন বাধা দেন। পরে হাতাহাতি ও ধাক্কাধাক্কির ঘটনা ঘটে।’
Advertisement
মাদারীপুরের রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান হাওলাদার আজাদ জানান, ফুল দেয়াকে কেন্দ্র করে ছাত্রলীগের দুপক্ষের মধ্যে উত্তেজনা ও হাতাহাতির ঘটনা ঘটে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে, এ ঘটনায় কেউ হতাহত হননি। এ ব্যাপারে কেউ এখনো অভিযোগও করেননি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
