ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),ঢাকা প্রতিনিধি,রোববার, ১৮ ফেব্রুয়ারি ২০২৪ : অসমবয়সী বিয়ের জন্য আলোচিত-সমালোচিত ঢাকার মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির সদস্য খন্দকার মুশতাক আহমেদ এবং প্রতিষ্ঠানের একাদশ শ্রেণির ছাত্রী ও নিজ মেয়ে সিনথিয়া ইসলাম তিশার বিরুদ্ধে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশে অভিযোগ দিয়েছেন তিশার বাবা সাইফুল ইসলাম।
Advertisement
রোববার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে মিন্টো রোডের মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের কার্যালয়ে যান সাইফুল ইসলাম। সেখানে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের প্রধান মোহাম্মদ হারুন অর রশীদের কাছে মুশতাক-তিশার বিরুদ্ধে লিখিত অভিযোগপত্র তুলে দেন তিশার বাবা।
Advertisement
এ সময় সাইফুল ইসলাম বলেন, গত ১২ ফেব্রুয়ারি সকাল ১০টা ৩৮ মিনিটে অজ্ঞাতনামা এক ব্যক্তি আমাকে হোয়াটসঅ্যাপ থেকে ফোন করে বলেন, আপনি কি তিশার বাবা বলছেন?
আমি হ্যাঁ বললে তিনি আমাকে বলেন, আপনি বেশি বাড়াবাড়ি কইরেন না। বেশি বাড়াবাড়ি করলে আপনার মেয়েকে মেরে ফেলব।
Advertisement
তিশার বাবা ডিবির কাছে অভিযোগে বলেন, আমার মোবাইলে দুটি নম্বর থেকে রাত ১টা ১৯ ও ১টা ১৫ মিনিটের দিকে ফোন আসে। গভীর রাতে ঘুমিয়ে থাকার কারণে সকালে উঠে ওই দুই নম্বরের মিসড কল দেখতে পাই আমি।
Advertisement
এর আগে গত ১২ ফেব্রুয়ারি সন্ধ্যার দিকে নিজের ও স্ত্রীর নিরাপত্তা চাওয়ার জন্য ডিবি কার্যারয়ে গিয়েছিলেন মুশতাক ও তিশা দম্পতি। পরে তারা হত্যার হুমকির কথা জানিয়ে নিরাপত্তা পেয়ে ডিবি পুলিশের কাছে অভিযোগ দেন।